Rajbarimail.com
ঢাকা, রবিবার , ২২ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. অপরাধ
  7. আলোচিত খবর

গোয়ালন্দে ব্যবসায়ী হত্যায় গ্রেপ্তার খুনির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

রাজবাড়ী মেইল ডেস্ক
৮ ডিসেম্বর ২০২৪, ১১:১০ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ ফরিদপুরের ব্যবসায়ীকে রাজবাড়ীর গোয়ালন্দে হত্যাকাণ্ডের তিন মাস পর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ মুন্সিগঞ্জ টংগীবাড়ী থানার কুন্ডের বাজার এলাকা থেকে খুনিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম হেলাল মোল্লা (৪৯)। সে গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের বরাট কাশিমা গ্রামের মৃত মুন্তাজ মোল্লার ছেলে। গতকাল শনিবার রাতে রাজবাড়ীর আদালতে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো বটি ও ওড়না উদ্ধার করেছে।

নিহত ব্যবসায়ী মো. আলমগীর কবির (৪৮) ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের ধুতরাহাটি গ্রামের মৃত আবুল কালাম মোল্লার ছেলে। তিনি নগর উপজেলার রসুলপুর বাজারে মোবাইলের ফ্লেক্সিলোডের ব্যবসা করতেন। তাঁকে গত ৩০ আগষ্ট দিবাগত রাতে গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা বটতলা এলাকায় রাস্তার ধারে জবাই করে হত্যা করা হয়।

পুলিশ জানায়, আদালতে গ্রেপ্তারকৃত হেলাল মোল্লার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানায়, তার ছোট ভাই অপর হারুন মোল্লা (৪০) নগরকান্দা এলাকায় পরিবারসহ বাস করতেন। রসুলপুর বাজারে নিহত আলমগীর কবিরের মোবাইলের বিকাশ ও ফ্লেক্সিলোডের দোকান থাকার সুবাদে হারুন মোল্লার সাথে পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে ব্যবসায়িক মন্দার কারনে আলমগীর কবির বিদেশে যাওয়ার ইচ্ছা পোষণ করলে হারুন হাতিয়ার হিসেবে তাকে বিদেশে পাঠানোর করার কথা জানান। এক পর্যায়ে হারুন মোল্লাকে ২০ হাজার টাকা অগ্রিম প্রদান করেন। কিন্তু এরপর থেকে নানা তালবাহানা করতে থাকেন হারুন।

ফরিদপুর অফিসে পাসপোর্ট করার কথা বলে গত ৩০ আগষ্ট বেলা ১১টার দিকে হারুন মোল্লা ও আলমগীর কবির ফরিদপুরের উদ্দেশ্যে বের হন। ওইদিন দুপুর থেকে আলমগীর কবিরের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। হারুন মোল্লা ফরিদপুরের নির্জন স্থানে নিয়ে মদের সাথে চেতনাশক ওষুধ সেবন করালে আলমগীর কবির অচেতন হয়ে পড়ে। ওইদিন বিকেল অটোরিক্সায় আলমগীরকে তুলে হারুন মোল্লা গ্রামের বাড়ি গোয়ালন্দের কাশিমা গ্রামে নিয়ে আসেন।

হেলাল মোল্লা আদালতকে জানান, ওইদিন বিকেল চারটার দিকে তিনি ঘরে ঘুমিয়ে ছিলেন। হারুন তাকে ডেকে তোলে সমস্যার কথা তুলে ধরে জানায়, আলমগীর কবিরকে বাচিয়ে রাখলে তাকে (হারুন) খুন করে ফেলবে। তাই যে কোন উপায়ে আলমগীরকে মেরে ফেলতে হবে। এরপর অটোরিক্সা থেকে তুলে হেলাল মোল্লার ঘরে নিয়ে শুইয়ে দেয়। রাত ৭টার দিকে স্থানীয় উম্বারের কাছ থেকে ভ্যান ভাড়া করে ধারালো বটি ও ওড়না নিয়ে আলমগীরকে বেরিয়ে পড়েন। হেলাল মোল্লা নিজেই ভ্যান চালিয়ে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দের জমিদার ব্রীজ সহ একাধিক স্থানে হত্যার পরিকল্পনা করে ব্যার্থ হন। পরবর্তীতে তাদের বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে দেবগ্রাম তেনাপচা (বিএনপির) বটতলা মোড় স্থানীয় আব্দুল কাদেরের কলা বাগানের রাস্তার ধারে নিয়ে ফেলে। সেখানেই রাত সাড়ে ১০টার দিকে হারুন প্রথমে আলমগীরের দুই পা ওড়না দিয়ে বেধে তার বুকের ওপর চড়ে বসে। আর হেলাল ধারালো বটি বাম হাতে নিয়ে ডান হাত দিয়ে গলা চেপে ধরে জবাই করে। এসময় হেলালের ডান হাতের দুটি আঙ্গুলের কিছু অংশ কেটে যায়। জবাই শেষে রাস্তার ধারে লাশ ফেলে হেলাল শরীরে রক্ত লেগে থাকায় ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দুরে ছোটভাকলা ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেনের পুকুরে গোসল করেন আর হারুন মোল্লা হাত-মুখ ধুইয়ে রাজবাড়ীর দিকে চলে যায়। পরে হেলাল ভ্যান মালিককে ভ্যান বুঝিয়ে দিয়ে প্রথমে বাড়ি পরে ঢাকায় চলে যায়।

গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, দীর্ঘ তদন্ত শেষে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে শুক্রবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত তিনটার দিকে মুন্সিগঞ্জ টংগীবাড়ী থানার কুন্ডের বাজার এলাকা থেকে হেলাল মোল্লাকে গ্রেপ্তার করে। গতকাল শনিবার রাতে রাজবাড়ীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক রওনক জাহানের কাছে আসামী হেলাল মোল্লা স্বীকারোক্তি জবানবন্দি প্রদান করেন।
ওসি বলেন, মামলায় দুই ভাই হারুন মোল্লা ও বড় ভাই হেলাল মোল্লা আসামী হলেও হত্যকা-ের এক সপ্তাহ পর ৭ সেপ্টেম্বর ফরিদপুরের মধুখালী উপজেলায় শ্বশুর বাড়িতে হারুন মোল্লা আতœহত্যা করেন।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে ১৭ বছর পর প্রকাশ্যে জামায়াতের বিজয় দিবস পালন

রাজবাড়ীতে বৈদেশিক মুদ্রা ও গাঁজাসহ গ্রেপ্তার ২

গোয়ালন্দে মাদক বিরোধী ব‍্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গোয়ালন্দে ভিন্নভাবে বিজয় দিবস উদযাপন করল সানসাইন কলেজিয়েট স্কুল

রাজবাড়ীতে গাঁজাসহ ‍যুবক গ্রেপ্তার

ফরিদপুরে হাজেরা বিবি পৌষ মেলা ১৭ ডিসেম্বর থেকে শুরু

রাজবাড়ীতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা সহ নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত

শেখ হাসিনার পরিবার দূর্নীতিগ্রস্থ, কোনদিন ক্ষমতায় আসতে পারবে নাঃ আসাদুজ্জামান রিপন

ফরিদপুরে বিআরডিবি কর্মচারী ইউনিয়নের কর্মী সমাবেশ

ক্ষমতায় গেলে ইউনিয়ন পর্যায়ে কৃষকদের জন্য শস্যক্রয় কেন্দ্র খোলা হবে -রাজবাড়ীতে শহীদুল ইসলাম

স্কুলের ব্যবহারিক পরীক্ষা উপলক্ষে ২৫০ দুস্হ্য মানুষকে খাবার খাওয়ালো শিক্ষার্থীরা

গোয়ালন্দের উজানচর ইউনিয়ন পরিষদ পরিদর্শনে ইউএনডিপির প্রতিনিধি