• ঢাকা
  • বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩০ নভেম্বর, ২০২৪
সর্বশেষ আপডেট : ৩০ নভেম্বর, ২০২৪

ইসকন নিষিদ্ধ ও আইনজীবী হত্যার প্রতিবাদে গোয়ালন্দে তৌহিদি জনতার মানববন্ধন

অনলাইন ডেস্ক

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) নিষিদ্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের বড় মসজিদ সংলগ্ন শহীদ স্মৃতি পাঠাগারের সামনে তৌহিদি জনতার ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। একই সাথে আইনজীবী সাইফুল ইসলাম ওরফে সাইফুল আলিফ হত্যার প্রতিবাদ জানিয়ে বিচার দাবি করেন।

শনিবার সকাল ১০টায় গোয়ালন্দ বাজার বড় জামে মসজিদ এর ইমাম হাফেজ আবু সাঈদের সঞ্চালনায় মানববন্ধনে গোয়ালন্দ উপজেলা এবং পৌরসভার ইমাম কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন মসজিদের ইমাম ও স্থানীয় সাধারণ মুসুল্লিরা অংশ গ্রহণ করেন। উপজেলা ইমাম কমিটির সভাপতি মাওলানা জালার উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ইমাম কমিটির সাধারণ সম্পাদক মুফতি আবুল হুসাইন, পৌর ইমাম কমিটির সভাপতি মুফতি শামসুল হুদা, পৌর ইমাম কমিটির সাধারণ সম্পাদক মুফতি আযম, উপজেলা ইমাম কমিটির সাংগঠনিক সম্পাদক হাফেজ মো. আবু সাঈদ, উপজেলা ইমাম কমিটির কোষাধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম, গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের ধর্মীয় বিষয়ক সম্পাদক আব্দুল আলিম প্রমূখ।

প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তারা ইসকনকে হিন্দুত্ববাদী উগ্রবাদী জঙ্গি সংগঠন হিসেবে উল্লেখ করে অবিলম্বে নিষিদ্ধের দাবি জানান। একই সঙ্গে তাঁরা চট্রগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম ওরফে সাইফুল আলিফ এর হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে খুনিদের শনাক্ত করে বিচারের দাবি জানান। এছাড়া এখন থেকে কোথাও ইসকনের কোন কার্যক্রম করতে দেওয়া হবে না। যেখানেই ইসকনের কার্যক্রম দেখবে সেখানেই তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন বক্তারা।
গত মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে চট্রগ্রাম আদালতে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তারকৃত সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিম্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর হয়। এরপর তাঁকে কারাগারে পাঠানোর জন্য প্রিজন ভ্যানে তোলা হলে বাঁধা দেন তাঁর অনুসারীরা। তাঁরা প্রিজন ভ্যান আটকে বিক্ষোভ শুরু করেন।

পরে পুলিশ ও বিজিবি লাঠিপেটা করে ও সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। তখনই সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় আইনজীবীদের গাড়ি ভাঙচুর ও ইটপাটখেল নিক্ষেপের প্রতিবাদে মিছিল বের করেন কিছু আইনজীবী। একাধিক প্রত্যক্ষদর্শী জানান, মিছিল শেষে ফেরার পথে রাস্তায় আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়।

আরও পড়ুন

  • আজকের রাজবাড়ী এর আরও খবর