Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ৩১ জুলাই ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. অপরাধ
  7. আলোচিত খবর

রাজবাড়ীতে আদালতের নথি চুরির অভিযোগে আইনজীবী কারাগারে

রাজবাড়ী মেইল ডেস্ক
২৮ জুলাই ২০২৫, ১১:০২ অপরাহ্ণ

Link Copied!

ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ রাজবাড়ী আদালত থেকে নথি চুরির অভিযোগে সুদীপ্ত গুহ আশিষ নামে এক আইনজীবীকে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার রাজবাড়ী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তারেক মইনুল ইসলাম ভুইয়া এ আদেশ দেন।

গত ৩০ অক্টোবর রাজবাড়ীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের পেশকার আব্দুল ওদুদ নথি চুরির অভিযোগে আইনজীবী সুদীপ্ত গুহ আশিষ সহ তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ ঘটনায় ৪ নভেম্বর রাজবাড়ী জেলা বার এসোসিয়েশন অভিযুক্ত আইনজীবীর সদস্য পদ স্থগিত করেন।

নথি চুরির মামলায় সুদীপ্ত গুহ আশিষ উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হলে বুধবার (৬ জানুয়ারী) রাজবাড়ী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন অভিযুক্ত আইনজীবীকে।

রাজবাড়ী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পেশকার কেএম রফিকুল হুদা সাংবাদিকদের বলেন, অভিযুক্ত আইনজীবী জামিন আবেদন করলে জামিন না মঞ্জুর করে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

মন্তব্য করুন
আরও পড়ুন