মইন মৃধা, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের রূপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আক্কাস আলী মিয়া নামের এক সহকারী শিক্ষককে বিদ্যালয়ের অফিস কক্ষের মধ্যে পিটিয়ে আহত করেছে বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মানিক বিশ্বাস। এ সময় ওই শিক্ষার্থীরা ভয়ে আতংকে স্কুল ছেড়ে পালায়।এ ঘটনার পর স্কুলের কার্যক্রম বন্ধ হয়ে যায়।
শিক্ষক আক্কাস আলী মিয়া জানান, তিনি প্রতিদিন সকাল ৯টার মধ্যে বিদ্যালয়ে যান। তবে অপর শিক্ষক মানিক বিশ্বাস কোনো দিনও যথা সময়ে স্কুলে আসেন না। বৃহস্পতিবার সাড়ে ৯টার দিকে জনৈক অভিভাবক সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে ফোন দিয়ে জানান বিদ্যালয়ে মাত্র একজন শিক্ষক রয়েছেন। শিক্ষা কর্মকর্তা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লতিফা রহমানের কাছে এ বিষয়ে কৈফিয়ত চান। অন্য শিক্ষকরা বিদ্যালয়ে গিয়ে বিষয়টি জানতে পেরে আক্কাস আলীকে সন্দেহ করে যে তিনিই শিক্ষা অফিসারকে জানিয়েছে। পরে মানিক বিশ্বাস অফিস কক্ষে আক্কাস আলীকে আটকে রেখে মারধর করে।
নিজেকে বাঁচাতে তিনি ৯৯৯-এ কল দেন। এর কিছুক্ষণ পর রাজবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের সামনেই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মানিক বিশ্বাস, মাহমুদুল ইসলাম জুয়েল, আলমগীর মৃধা, শিক্ষক মানিক বিশ্বাসের ছেলে ফাহিম সহ তাদের সঙ্গে আসা লোকজন তাকে বেধরক পিটিয়ে জখম করে। তাকে বাঁচাতে তার স্ত্রী দিনা বেগম, ভ্রাতৃবধূ আছিয়া বেগম ও চাচা বিল্লাল মিয়া এগিয়ে এলে তাদেরকেও মারপিট করা হয়।
এবিষয়ে সহকারী শিক্ষক মানিক বিশ্বাস বলেন, তেমন কোনো ঘটনা ঘটেনি। আক্কাছ আলী বিদ্যালয়ের জমি দখল করতে গেলে বাধা দেওয়ায় তাদের উপর চড়াও হয়। ওই সময় ধাক্কাধাক্কিতে পড়ে গিয়ে হয়তো আহত হয়েছে। তার ছেলের স্কুলে যাওয়া প্রসঙ্গে বলেন, আমাকে হত্যার হুমকি দিয়েছে শুনে সে (ছেলে) এসেছিল।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লতিফা রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, স্কুলে এলে বিস্তারিত বলা যাবে।
রাজবাড়ী সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন আক্তার জানান, তিনি একজন অভিভাবকের ফোন পেয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে কল দেন। সে সময় প্রধান শিক্ষক তাকে জানান তিনি বিদ্যালয়ে অবস্থান করছেন। এর কিছু সময় পরই তিনি জানতে পারি সেখানে মারামারি শুরু হয়েছে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদত হোসেন জানান, এ বিষয়ে শিক্ষক আক্কাস আলী মিয়া একটি লিখিত অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।