Rajbarimail.com
ঢাকা, রবিবার , ২ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. অপরাধ
  7. শিক্ষা

অপহরণের দেড় মাস পর কলেজ ছাত্রী উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

রাজবাড়ী মেইল ডেস্ক
২৮ জুলাই ২০২৫, ১১:০২ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ রাজবাড়ীর গোয়ালন্দে অপহরণের দেড় মাস পর কলেজ ছাত্রীকে থানা পুলিশ উদ্ধার করেছে। এছাড়া ঘটনার সাথে জড়িত মূল অভিযুক্ত যুবক মুঞ্জু ওরফে মজনু মন্ডলকেও (৩০) পুলিশ গ্রেপ্তার করেছে। মজনু গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া উম্বার কাজী পাড়ার আব্দুল লতিফ মন্ডলের ছেলে।

রোববার পুলিশ কলেজ ছাত্রীকে ধর্ষন ও বয়স নির্ধারণে ডাক্তারী পরীক্ষার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে প্রেরণ করেছে। একই সাথে গ্রেপ্তারকৃত যুবককেও রাজবাড়ীর আদালতে প্রেরণ করেছে।

থানায় দায়েরকৃত অভিযোগ থেকে জানা যায়, উপজেলার দৌলতদিয়া এলাকার বাসিন্দা রাবেয়া ইদ্রিস মহিলা ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্রীকে (১৬) কলেজ ও প্রাইভেট পড়তে আসা-যাওয়ার সময় মঞ্জু ওরফে মজনু মন্ডল পথিমধ্যে কুপ্রস্তাব সহ নানাভাবে উত্যক্ত করতো। বিষয়টি কলেজ ছাত্রী তার পরিবারের মাধ্যমে মজনুর পরিবারকে সতর্ক করতে অবগত করে। এতে মজনু আরো বেশি ক্ষিপ্ত হয়ে কলেজ ছাত্রীর পরিবারকে নানাভাবে হয়রানী ও হুমকি দিতে থাকে। গত ৪ নভেম্বর বিকেলে বাড়ি থেকে বের হয়ে প্রাইভেট পড়তে যাওয়ার সময় অভিযুক্ত মজনু মন্ডল ও তার লোকজন পথরোধ করে জোরপূর্বক একটি মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায়। বিষয়টি স্থানীয় লোকজন দেখার পর কলেজ ছাত্রীর পরিবারকে জানালে তারা তাৎক্ষনিকভাবে মজনুর পরিবারকে অবগত করে। তাদের মেয়েকে ফিরিয়ে দেওয়ারও অনুরোধ জানায়। তাতে কোন কর্ণপাত না করায় স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করেও ব্যার্থ হয়। অবশেষে ঘটনার প্রায় এক মাস পর ৮ ডিসেম্বর কলেজ ছাত্রীর বাবা বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মজনু মন্ডল ও ইবাদত শেখকে অভিযুক্ত করে একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (নং-৪) দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে পুলিশ কলেজ ছাত্রীকে উদ্ধারে তৎপর হয়। গত শনিবার (২৬ ডিসেম্বর) বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) মাছরুল আলম অভিযুক্ত অপহরণকারী মঞ্জু ওরফে মজনুর বাড়ি থেকে কলেজ ছাত্রীকে উদ্ধার এবং মজনুকে গ্রেপ্তার করে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, অপহরণের অভিযোগ পাওয়ার থেকে পুলিশ তৎপর ছিল। বিভিন্ন কৌশল অবলম্বন করে শনিবার বিকেলে কলেজ ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। মামলার সুষ্ঠ তদন্তের স্বার্থে ধর্ষন ও বয়স নির্ধারণ সংক্রান্তে ডাক্তারী পরীক্ষা করাতে রোববার সকালে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সেই সাথে গ্রেপ্তারকৃত মজনু মন্ডলকে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে অ্যাম্বুলেন্সকে আয়করের আওতায় না আনার দাবিতে মানববন্ধন

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে গোয়ালন্দ হাসপাতালে খাবার পরিবেশন 

গোয়ালন্দে জামায়াতে ইসলামীর সমাবেশ ও বিক্ষোভ মিছিল

গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

৫ দফা দাবিতে রাজবাড়ীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

রাজবাড়ীতে র‌্যাব পরিচয়ে মুরগিভর্তি গাড়ি ছিনতাইয়ের চারদিন পর বরিশাল থেকে গাড়ি উদ্ধার, গ্রেপ্তার ২

রাজবাড়ীতে গৃহশিক্ষক ও গৃহবধুকে খুটির সঙ্গে বেধে নির্যাতনের অভিযোগ

প্রয়াত আব্দুল আজিজ সরদারের ২৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

পাংশায় টিকিট কেটে নারী ফুটবল খেলা দেখতে দর্শকদের উপচে পড়া ভিড়

রাজবাড়ীতে ভয়াবহ এয়ার কম্প্রেসার বিস্ফোরণ, গুরুতর আহত মেকানিক

রাজবাড়ীতে দ্বিতীয় পদ্মাসেতু ও পদ্মা ব্যারেজ দুটোই হবে

রাজবাড়ীতে র‌্যাব পরিচয়ে মুরগিভর্তি গাড়ি ছিনতাইয়ের দুইদিন পর মামলা দায়ের, তিন দিনেও গ্রেপ্তার বা উদ্ধার নেই