নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর আলোচিত গোয়ালন্দ পাক দরবার শরীফের পীর ও নুরুল হক পাগলার (৮৫) কবরস্থান সমতল থেকে অনেক উচুঁ করণসহ কয়েকটি বিষয় নিয়ে বিতর্ক ও উত্তেজনা সৃষ্টি হওয়ায় শান্তি শৃঙ্খলার সার্থে দফায় দফায় বৈঠকের পর মঙ্গলবার (২৬ আগস্ট) কবরস্থানের রং পরিবর্তন, ইমাম মেহেদীসহ বিভিন্ন নাম সম্বলিত ফেষ্টুন ও ব্যানার সরিয়েছে পরিবারের সদস্যরা।
এর আগে তৌহিদী জনতার ব্যানারে মঙ্গলবার (২৬ আগস্ট) পৌর শহরে বিক্ষোভ মিছিল আহবান করলে নড়েচরে বসে প্রশাসন। এ নিয়ে সোমবার (২৫ আগস্ট) বিকেলে জেলা ও উপজেলা প্রশাসন এবং জেলা পুলিশের একটি দল ঘন্টাব্যাপী নুরাল পাগলের দরবার শরীফ পরিদর্শন করে উপজেলা হলরুমে উভয় পক্ষ নিয়ে সমঝোতায় বসে। এসময় তৌহিদীর জনতার পক্ষ থেকে ৩টি দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো নুরাল পাগলের কবরটি উঁচু স্থান থেকে নিচু স্থানে স্হানান্তর করতে হবে, পবিত্র কাবা শরীফের আঁদলে করা কবরটির কালো রং পরিবর্তন করতে হবে, দরবারে ইমাম মেহেদীর নাম সম্বলিত সাইনবোর্ড সরিয়ে ফেলতে হবে। এর মধ্যে নুরাল পাগলের পরিবার দুটি দাবি মেনে নিয়ে মঙ্গলবার কালো রং পরিবর্তন করে।
নুরাল পাগলের দরবার শরীফের অন্যতম খাদেম মেহেদী আলআমিন বলেন, জেলা প্রাশাসক ও পুলিশ সুপার মহোদয়ের সাথে আমাদের বৃহস্পতিবার লম্বা বৈঠক হয়েছে। আমরা প্রশাসনের কাছ থেকে শুক্রবার (২৯ আগষ্ট) পর্যন্ত সময় চেয়েছি। দরবারের ভক্তবৃন্দের সাথে আলাপ-আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নিব।
তিনি বলেন, আমাদের হুজুর ওসিয়াত করে গেছেন তাঁকে উঁচু স্থানে কবর দেয়ার জন্য। কবর উচু করা যাবে না এ বিষয়ে কোরআন শরীফে কোথাও নির্দেশনা আছে কি না, এ ব্যাপারে দরবারে ভক্তবৃন্দের সাথে বসে সিদ্ধান্ত নেয়া হবে।
গোয়ালন্দ উপজেলা ইমাম কমিটির সভাপতি মাওলানা মো. জালাল উদ্দিন প্রামানিক বলেন, বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আমাদের বৈঠক হয়েছে। নুরাল পাগলের পরিবার আরও এক সপ্তাহ আগামী (শুক্রবার) পর্যন্ত সময় নিয়েছে। আমরা আপাতত কোন কর্মসূচী দিব না। শুক্রবার পর্যন্ত কবর নিচু না করলে আমরা কঠোর কর্মসূচী দিব।
রাজবাড়ী জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর এ্যাড. মো. নুরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাজবাড়ী জেলা প্রশাসকের সাথে নুরাল পাগলের পরিবার, জেলা ও উপজেলা ইমাম কমিটির সদস্যদের নিয়ে মিটিং করেছি। আমরা চাচ্ছি কোন বিশৃঙ্খলা ছাড়াই সবকিছু সমাধান করা হোক। নুরাল পাগলের পরিবার শুক্রবার(২৯ আগষ্ট) দোয়া অনুষ্ঠানের পর পরিবার ও আত্নীয়স্বজনদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত জানাবেন। আমরা শুক্রবার পর্যন্ত তাদের সিদ্ধান্তের ওপর অপেক্ষা করছি।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, তৌহিদী জনতার নেতৃবৃন্দের নিকট তারা শুক্রবার পর্যন্ত কবর নিচুর করার বিষয়ে সময় নিয়েছে। এছাড়াও আমরা শান্তিশৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছি।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাহিদুর রহমান জানান, বৃহস্পতিবার জেলা প্রশাসক স্যারের সাথে বিষয়টি নিয়ে বসেছিলাম। সেখানে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা ছিলেন। কবর নিচুর বিষয়ে আমাদের দুই দিনের মধ্যে তারা জানাবেন। আমরা চাই কোন বিশৃঙ্খলা না হোক, গোয়ালন্দ শান্তিপ্রিয় থাকুক।