নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বণিক সমিতির সাবেক সভাপতি খোন্দকার মশিউল আজম চুন্নুর বিরুদ্ধে চাঁদাবাজির মামলার প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন শেষে বণিক সমিতির পক্ষ থেকে মঙ্গলবার সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত হরতালের ডাক দেয়।
সংবাদ সম্মেলনের আগে বালিয়াকান্দি বাজার ব্যবসায়ী ও স্থানীয়দের আয়োজনে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তা মোড়ে এসে সমবেত হয়।
খোন্দকার মশিউল আজম চুন্নু বিএনপির একজন ত্যাগী নেতা আখ্যায়িত করে সভায় বক্তারা বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের আমলে তার বিরুদ্ধে ৪৮টি মিথ্যা মামলা হয়েছিল। তার বিরুদ্ধে এখনো ষড়যন্ত্রের অংশ হিসেবে সোমবার রাজবাড়ীর আদালতে চাঁদাবাজির মামলা হয়েছে। মিথ্যা ও ভিত্তিহীন মামলা প্রত্যাহার না করলে কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে বলে জানান।
সমাবেশ শেষে বালিয়াকান্দি বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত অর্ধদিবস হরতালের ডাক দেন। এ সময় বাজার কমিটির সভাপতি ওসমান গণি মানিক উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এসএম মিজানুর রহমান বিল্লাল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান বাবু, সাবেক দপ্তর সম্পাদক মাসুদুর রহমান, বিএনপি নেতা মো. শাহজাহান প্রমূখ।
এর আগে ১০ লাখ টাকা চাঁদা না দেয়ায় বালিয়াকান্দি সদর গ্রামের সামাদ শেখের ছেলে ইতালি প্রবাসী মাসুম শেখকে কুপিয়ে জখমের অভিযোগে স্ত্রী পলি আক্তার সোমবার সকালে রাজবাড়ীর জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট বালিয়াকান্দি আমলি আদালতে মামলা করেন। মামলায় বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বালিয়াকান্দি বাজার বণিক সমিতির সাবেক সভাপতি খোন্দকার মশিউল আজম চুন্নু, তাঁর দুই ছেলে জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য খোন্দকার শফিউল আলম শিপলু, খোন্দকার শোভন আরেফিনসহ বালিয়াকান্দির পশ্চিম পাড়ার নাজমুল হাসান বিপুল, উত্তরপাড়ার সাহেল শেখ, কু-ুপাড়ার নান্নু বিশ্বাস, শালমারা গ্রামের মহসিন খান ও রায়পুর গ্রামের উজ্জল দাসকে আসামি করেন। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মাসুমকে মারধরের প্রতিবাদে অভিযুক্তদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়। বালিয়াকান্দি সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধনে প্রবাসী মাসুম শেখ, স্ত্রীসহ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
মাসুম শেখ বলেন, ১৮ বছর ধরে ইতালিতে থাকছি। বালিয়াকান্দিতে বাবার কবরসহ পরিবার থাকায় প্রতি বছর একবার দেশে ফিরি। ১৩ আগষ্ট দেশে ফিরে ১৫ আগষ্ট শুক্রবার জুম্মার নামাজ শেষে বাবার কবর জিয়ারত করে ফেরার পথে শফিউল আজম, ছেলে শফিউল আলমসহ কয়েকজন পথরোধ করে ১০ লাখ টাকা চাঁদাদাবি করে না পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে, হাতুরী ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। এরপর আ.লীগ সমর্থিত মিথ্যা অপবাদ দিয়ে বালিয়াকান্দি থানা পুলিশের কাছে সোপর্দ করে। বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পেলে পুলিশ রাতে ছেড়ে দেয়। ২০২৪ সালের ৫ আগষ্টের আগ পর্যন্ত আমার কাছ থেকে কয়েক দফা টাকা নেন। ৫ আগষ্টের পর তিনি মূর্তিমান আতঙ্ক বনে যান। তাঁর কথার বাইরে গাছের পাতাও নড়েনা। টেন্ডারবাজি, চাঁদাবাজি করে বহুতল বাড়ি, ইটভাটা, জমি করছেন।
মাসুম শেখের স্ত্রী পলি আক্তার বলেন, বালিয়াকান্দি উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে চাকুরি করতেন। মশিউল আজম চুন্নুর ছেলে খন্দকার শফিউল আলম শিপলু প্রায় আমাকে উত্যক্ত করতো। বাধ্য হয়ে ২০১৯ সালে একটি মামলা করলে ওই মামলায় কয়েক মাস জেলও খাটে। বাধ্য হয়ে বালিয়াকান্দি ছেড়ে ফরিদপুর বদলি হয়ে চলে যাই।