মইনুল হক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে অভিযান চালিয়ে চার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ২০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। একই সাথে নিষিদ্ধ পলিথিন বিক্রির অভিযোগে বাজারের চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে আদালত। বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান পরিচালনা করে গোয়ালন্দ উপজেলা প্রশাসন ও রাজবাড়ী পরিবেশ অধিদপ্তর।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. নাহিদুর রহমান। এ ছাড়া এসময় রাজবাড়ী পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. ইমরান হোসেন সহ গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল অভিযানে অংশ নেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট, ইউএনও মো. নাহিদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গোয়ালন্দ বাজারে অভিযান পরিচালনা করে চারটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ২০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেন। এ সময় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ ধারা অনুযায়ী ওই চার প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষনিকভাবে আদায় করা হয়। নিষিদ্ধ পলিথিন বিক্রয়, প্রদর্শন, মজুদ ও ব্যবহার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।