মইনুল হক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ কয়েকদিনের ভারী বর্ষণে জনবসতিপূর্ণ এলাকার যানবাহন চলাচলের একমাত্র ধ্বসে যাওয়া রাস্তাটি মেরামতের দায়িত্ব নিয়েছেন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের কৃতি সন্তান, রেমিট্যান্স যোদ্ধা সৌদি প্রবাসী সালমান জেড রহমান (সোলাইমান)।
দৌলতদিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সামজদ্দিন বেপারী পাড়া রফুর দোকান হতে ওহেদ খাঁ পাড়া পাকা রাস্তা পর্যন্ত ইটের সোলিংকৃত রাস্তাটি টানা বর্ষণে বিভিন্ন জায়গায় ভেঙে যায়। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন পত্রিকা ও অনলাইনে সংবাদ প্রকাশ হওয়ায় বিষয়টি সৌদি প্রবাসী সালমান রহমানের নজরে আসে। পরে তিনি এলাকার মানুষের সুবিধাদার্থে এবং স্কুলগামী শিক্ষার্থীদের চলাচলে কথা চিন্তা করে রাস্তাটি মেরামত করার সিদ্ধান্ত নেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, শ্রমিকরা ট্রাকে ফেলা বালু টেনে গর্তে দিচ্ছে। প্রায় তিন কিলোমিটার ইটের তৈরি রাস্তাটির একের অধিক জায়াগায় বৃষ্টির পানির স্রোতে ভেঙে খানাখন্দের সৃষ্টি হয়েছে। যানবাহন চলাচল বন্ধ থাকায় অসুবিধায় পরেছে এলাকার লোকজন। ওই এলাকার একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান সামজদ্দিন বেপারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রায় দুই কিলোমিটার পায়ে হেঁটেই স্কুলে আসতে হচ্ছে। দু একটা রিক্সা বা অটো চলাচল করলেও মাঝে মধ্যেই দুর্ঘটনার কবলে পরতে হচ্ছিল।
এলাকাবাসীরা জানান, কয়েকদিনের টানা বৃষ্টিতে আমাদের চলাচলের একমাত্র রাস্তাটি ভেঙ্গে গেছে। এতেকরে আমাদের চলাচল করতে অনেক কষ্ট ভোগ করতে হচ্ছে। কৃষি পণ্য আনা নেওয়ায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। ভোগান্তির কথা চিন্তা করে প্রবাসী সোলাইমান মেরামতের উদ্যোগ নিয়ে আমাদের অনেক উপকার করলেন। আমরা এলাকাবাসী সোলাইমানের উত্তরোত্তর সফলতা ও মঙ্গল কামনা করছি।
সৌদি প্রবাসী সালমান জেড রহমান (সোলাইমান) মুঠোফোনে জানান, জীবিকার তাগিদে প্রবাসে পরে আছি। প্রবাসে থাকলেও মনটা পরে থাকে নিজ এলাকায়। ভারি বর্ষণে নিজ এলাকার রাস্তা ভেঙে যাওয়ার সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে অসুবিধার কথা জানতে পেরে মেরামতের সিদ্ধান্ত নেই। মেরামতের কাজ শুরু হয়েছে। আশাকরি খুব দ্রুতই চলাচলের উপযোগি হবে রাস্তাটি।