নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরে পদ্মা নদীর প্রবল স্রোতের বিপরিতে চলতে না পেরে বালুবাহী একটি বড় বাল্কহেড ডুবে গেছে। এসময় অল্পের জন্য রক্ষা পান সুকানিসহ পাঁচজন। গতকাল সোমবার সন্ধ্যায় বাল্কহেড ডুবলেও পিছনের অংশ জেগে রয়েছে। বাল্কহেড দ্রুত সরানো বা উদ্ধার ব্যবস্থা না করায় নৌপথ দিয়ে ফেরিসহ নৌযান চলাচলে ঝুঁকি দেখা দিয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (মেরিন) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, সোমবার সন্ধ্যার দিকে দৌলতদিয়ার ৭নম্বর ফেরি ঘাট থেকে প্রায় এক কিলোমিটার ভাটিতে বাহিরচর এলাকায় বালুবাহী বাল্কহেড ডুবতে থাকে। সন্ধ্যার পর খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে তাৎক্ষনিক বিআইডব্লিউটিএ কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
তিনি বলেন, ফেরিঘাটের অদূরে বাল্কহেডের প্রায় এক তৃতীয়াংশ জেগে থাকায় ফেরিসহ নৌযান চলাচলে ঝুঁকি দেখা দিয়েছে। এতে বড় ধরনের নৌযান দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। বাল্কহেড নিরাপদ স্থানে সরিয়ে নিতে বা ব্যবস্থা নিতে বিআইডব্লিউটিএ নৌসংরক্ষণ পরিচালন বিভাগকে অনুরোধ করেছি। তারা রাতেই দুর্ঘটনা কবলিত স্থানে বয়া দিয়ে রেখেছেন। রাতেই ফেরি মাষ্টারদের সতর্কতার সঙ্গে চলাচলে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বালু মালিক শহিদুল ইসলাম বলেন, মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার রাহাতপুর থেকে প্রায় সাড়ে ১৬ হাজার ঘন ফুট বালু বোঝাই করে ‘শেখ হাজী হান্নান’ নামক বাল্কহেডটি আসছিল। সোমবার বিকেল পাঁচটার দিকে দৌলতদিয়া ঘাটে পৌছানোর আগেই প্রবল স্রোতের মুখে পড়ে। নিয়ন্ত্রণ রাখতে না পেরে ডুবোচরের সাথে ধাক্কা লাগায় বাল্কহেড ডুবতে থাকে। খবর পেয়ে দ্রুত ট্রলার নিয়ে বাল্কহেডের সুকানিসহ পাঁচজন ষ্টাফকে উদ্ধার করে ঘাটে আনা হয়।
সরেজমিন দেখা যায়, দৌলতদিয়া ৭নম্বর ফেরি ঘাটের অদূরে বাহির চর ছাত্তার মেম্বার পাড়ায় ডুবে যাওয়া বাল্কহেডের অনেকাংশ জেগে আছে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরিসহ অন্যান্য নৌযান অনেকটা পথ ঘুরে চলাচল করছে। ডুবে যাওয়া বাল্কহেডের পিছনের অংশ জেগে থাকায় ফেরিসহ নৌযান চলাচলে ঝুঁকি দেখা দিয়েছে।
সুকানি সেলিম মিয়া বলেন, প্রায় দুই কোটি টাকা ব্যায়ে নির্মিত বাল্কহেড এমভি শেখ হাজী হান্নানের ধারণ ক্ষমতা ১৫ হাজার ঘনফুট। বালু বোঝাই করে সোমবার বিকেল পাঁচটার দিকে দৌলতদিয়ার কাছাকাছি পৌছি। প্রবল স্রোতের কারনে সামনে আগাতে পারিনি। ইঞ্জিনে শক্তি কুলাতে না পেরে ভাটিতে নিয়ে যাচ্ছিল। স্রোতের তোড়ে নিয়ন্ত্রণ রাখতে না পেরে ডুবোচরের সঙ্গে ধাক্কা লেগে একপাশ কাঁত হয়ে ধীরে ধীরে ডুবতে থাকে। সন্ধ্যায় বাল্কহেডের প্রায় তিনভাগের দুই ভাগ ডুবে যায়। বালুর মালিককে খবর দিলে দ্রুত ট্রলার নিয়ে আমাদের উদ্ধার করে। না হলে আমরা ডুবে ¯্রােতের তোড়ে তলিয়ে যেতাম।
অভিযোগ রয়েছে, নদীতে চলাচলকারী অধিকাংশ বাল্কহেডের নিবন্ধন ও ফিটনেস নেই। অদক্ষ সুকানি দিয়ে এসব বাল্কহেড চালানো হয়। এছাড়া ধারণক্ষমতার দ্বিগুন বালু পরিবহন করা হয়। এ বিষয়ে প্রশাসনের তদারকি না থাকায় দুর্ঘটনা ঘটছে।
দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক ত্রিনাথ সাহা বলেন, পদ্মা নদীতে চলালকারী বাল্কহেডের বিরুদ্ধে প্রতিমাসে আমরা ১০ থেকে ১২টি অভিযান পরিচালনা করি। বর্তমানে পদ্মায় প্রবল স্রোত থাকায় স্পিডবোট নিয়ে যাওয়া কষ্টসাধ্য। বাল্কহেড ডুবে যাওয়ার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এখন বাল্কহেডটি দ্রুত অপসারণ বা স্থানান্তরের জন্য পণ্যের মালিকসহ সংশ্লিষ্টদের বলা হয়েছে।