Rajbarimail.com
ঢাকা, শুক্রবার , ২২ অগাস্ট ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. রাজনীতি
  6. আলোচিত খবর

রাজবাড়ীর পাংশায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ইউপি সদস্যদের অনাস্থা

রাজবাড়ী মেইল ডেস্ক
২২ আগস্ট ২০২৫, ৯:০৬ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, পাংশা, রাজবাড়ীঃ রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে শাহরিয়ার সুফল মাহমুদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে অনাস্থা দিয়েছেন পরিষদের অধিকাংশ সদস্য। বুধবার বিকেলে ইউনিয়ন পরিষদের ১২ জন সদস্য স্বাক্ষরিত আবেদনপত্র পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে জমা দেন।

ইউএনও কার্যালয়ে আবেদনপত্র প্রদানকালে মো. জিল্লুর রহমান, তানজিল হোসেন সহ দুই-তিনজন ইউপি সদস্য উপস্থিত ছিলেন। তারা ইউপি চেয়ারম্যানের অনুপস্থিতির বিষয় সহ নানা অনিয়মের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ইউএনওকে অনুরোধ জানান। শাহরিয়ার সুফল মাহমুদ সর্বশেষ ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচন করে কসবামাজাইল ইউনিয় পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

ইউপি সদস্যরা বলেন, কসবামাজাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার সুফল মাহমুদ দীর্ঘদিন পরিষদে অনুপস্থিত আছেন। বিশেষ করে ৫ আগষ্টের পর থেকে তিনি পরিষদে অনিয়মত থাকছে। এ কারনে ইউনিয়ন পরিষদের নিয়মিত কার্যক্রম অনেকটা স্থবির হয়ে পড়েছে। এলাকার সাধারণ মানুষের কল্যাণের স্বার্থে আমরা সম্মিলিতভাবে সকল ইউপি সদস্য চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন দেওয়া হয়েছে। ইউএনও তা গ্রহণ করেছেন এবং পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

বসবামাজাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহরিয়ার সুফল মাহমুদ বলেন, ইউনিয়ন পরিষদের ৯নম্বর ওয়ার্ড সদস্য জিল্লুর রহমান প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালনের জন্য তারা ৪-৫জন দীর্ঘদিন ধরে চক্রান্ত করছেন। বাকি ইউপি সদস্যদের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক স্বাক্ষর নিয়েছেন। এ ধরনের প্রমাণও আমাদের কাছে আছে। এছাড়া আমি পরিষদে অফিস না করলে কাজ চলছে ক্যামনে।

অনিয়ম প্রসঙ্গে ইউপি চেয়ারম্যান বলেন, আমার ইউনিয়ন পরিষদের এক প্রান্ত থেকে অপরপ্রান্ত পর্যন্ত প্রায় ১৭ কিলোমিটার এলাকার কোথাও কোন একজন যদি বলতে পারেন কারো কাছ থেকে আমি একটি টাকার অন্যায় সুবিধা নিয়েছি তাহলে আমি নিজেই চেয়ারম্যান থেকে পদত্যাগ করবো। আমার বিরুদ্ধে আনিত অনিয়মসহ অন্যান্য অভিযোগের কোন সত্যতা নেই।

কসবামাজাইল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৯নম্বর ওয়ার্ড সদস্য জিল্লুর রহমান বলেন, সকল সদস্য একত্রিত হয়ে অনাস্থা আবেদনে স্বাক্ষর করেছেন। এখানে কাউকে জোর করে বা ভয়ভীতি দেখিয়ে স্বাক্ষর নেওয়া হয়নি। এ ধরনের অভিযোগ সত্য নয়। তবে আবদেনপত্র দেওয়ার সময় আমিসহ দুইজন সদস্য উপস্থিত ছিলাম।

পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম আবু দারদা বলেন, কসবামাজাইল ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব সংক্রান্ত আবেদনপত্র বুধবার বিকেলে কার্যালয়ে জমা দেন। নীতিমালা অনুযায়ী আবেদনপত্রে ১২জন ইউপি সদস্য স্বাক্ষর করেছেন। আগামী ১০ কার্যদিবসের মধ্যে একজন সরকারি কর্মকর্তাকে এ বিষয়ে দায়িত্ব দিয়ে অভিযোগের সত্যতা অনুসন্ধান করবেন। অভিযোগপত্রের সত্যতা পেলে কারণ দর্শানোর নোটিশ করা হবে। নোটিশ প্রাপ্তির আলোকে জবাব দিলে পরবর্তীতে সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে প্রবল স্রোতে পদ্মায় ডুবে গেল বালুবাহী বাল্কহেড, ফেরিসহ নৌযান চলাচলে ঝুঁকি

চাঁদা না পেয়ে প্রবাসীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, প্রতিবাদে মানববন্ধন

ফরিদপুরে নিজের জন্মদিন পালন না করে বৃদ্ধা আশ্রমের নিবাসীদের খাওয়ালেন কলেজ ছাত্রী শর্মি

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে ড্যাবের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল

ভারী বৃষ্টিতে ধ্বসে যাওয়া রাস্তা মেরামতের দায়িত্ব নিলেন প্রবাসী সালমান

গোয়ালন্দে ইউএনও’র উদ্যোগে ফলদ গাছের চারা রোপন 

রাজবাড়ীতে আড়াই কেজির এক ইলিশ সাড়ে ১৪ হাজার টাকায় বিক্রি

রাজবাড়ীতে স্কুলছাত্রীর বিয়ে বাড়িতে ভ্রাম্যমান আদালত, বয়স বাড়িয়ে রক্ষা হলো না, অর্থদণ্ড

রাজবাড়ীর পাংশা উপজেলার সাবেক চেয়ারম্যানসহ আ.লীগের সাত নেতা গ্রেপ্তার

গোয়ালন্দের চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২

রাজবাড়ীতে নিজ ঘরে শ্বাসরোধ করে হত্যা করা হয় প্রবাসীর স্ত্রীকে, গ্রেপ্তার ২

রাজবাড়ীর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জামাল পত্তনদার ভারতে গ্রেপ্তার