মইনুল হক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার আলোচিত নজরুল ব্যাপারী (৩০) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দুইজনকে পুলিশ গাজীপুর ও ঢাকার কামরাঙ্গীরচর থেকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছে।
পুলিশ জানায়, বুধবার ভোরে ঢাকার কামরাঙ্গীরচর থানাধীন ভিটাবাজার এলাকা থেকে শামিম সরদারকে (২৪) গ্রেপ্তার করা হয়। সে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া হোসেন ম-ল পাড়ার জাহাঙ্গীর সরদারের ছেলে। তার আগে মঙ্গলবার দিবাগত রাত বারোটার দিকে গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের পূর্ব পাশে জনৈক মাদবরের ভাড়া বাসা থেকে জুলহাস ম-লকে (২৪) গ্রেপ্তার করা হয়। জুলহাস গোয়ালন্দের দৌলতদিয়া ইউনিয়নের হোসেন ম-ল পাড়ার মৃত বেলায়েত মণ্ডলের ছেলে।
গোয়ালন্দ ঘাট থানায় নজরুল হত্যায় দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টা অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করে। তাদেরকে আজ বুধবার দুপুরে রাজবাড়ীর আদালতে পাঠায় পুলিশ। এ ঘটনায় জড়িত মোট চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নজরুল ব্যাপারী গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইমানখার পাড়ার মৃত সাহাজদ্দিন ব্যাপারী ছেলে। তাঁর বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ও জুয়া আইনে দুটি মামলা রয়েছে। ২৩ জুন সকালে বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরে দৌলতদিয়া যৌনপল্লি সংলগ্ন একটি ডোবার পাশ থেকে ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। আগের দিন মধ্যরাতের কোন এক সময় দুর্বৃত্তরা নজরুলকে কুপিয়ে হত্যা করে। পুলিশ ঘটনাস্থল থেকে এক জোড়া স্যান্ডেল, একটি মুঠোফোন, একটি চাবির ছোড়া ও একটি পাঞ্জাবি আলামত হিসেবে জব্দ করে। নজরুল দৌলতদিয়া যৌনপল্লির ভিতর পান-সিগারেটের দোকান করতো। দুর্ঘটনার দিন সন্ধ্যায় বাড়ি ফিরে রাতে খাওয়া শেষ করে বাড়ি থেকে বের হয়ে যায়। পরদিন সকালে স্থানীয় লোকজন বাড়ির অদূরে যৌনপল্লি সংলগ্ন ডোবার পাশে লাশ পড়ে থাকতে দেখে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, আলোচিত নজরুল ব্যাপারী হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আগে আরো দুইজনকে গ্রেপ্তার করা হয়। সর্বশেষ শামিম সরদার ও জুলহাস ম-লসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়। এরা প্রত্যেকে নজরুল হত্যায় সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের স্বীকারোক্তিতে নজরুল হত্যার রহস্য উদঘাটন হলো।