নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর সদর উপজেলাসহ জেলার গোয়ালন্দ ও বালিয়াকান্দি উপজেলায় পৃথক অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলন কার্যক্রম বন্ধ করেছে উপজেলা প্রশাসন। শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার তিনটি উপজেলায় একযোগে সংশ্লিস্ট উপজেলা প্রশাসন পৃথক অভিযান চালায়।
এ সময় অবৈধভাবে বালু উত্তোলনকাজে ব্যবহৃত খননযন্ত্র এবং পাইপ ধংসের পাশাপাশি জড়িতদের কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত। এ ছাড়া রোববার বিকেলেও সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নে অভিযান পরিচালনা করছেন ভ্রাম্যমান আদালত।
জানা যায়, শনিবার (২৩ আগষ্ট) বিকেলে জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের সোনাকান্দর এলাকায় গড়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে দুইজন খননযন্ত্রের চালককে আটক করে উপজেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমান আদালত। এসময় দুই চালককে সাত দিন করে কারাদণ্ড প্রদান এবং এক লাখ টাকা জরিমানা করে। তারা দুইজনই কুষ্টিয়া এবং পাবনা জেলার বাসিন্দা। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে আদালত পরিচালনা করেন বালিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এহসানুল হক শিপন।
এছাড়া শনিবার বিকেলে রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা এলাকায় সড়কের পাশের অবৈধভাবে বালু স্তুপকরণ এবং বিক্রির অভিযোগে অভিযান চালায় সদর উপজেলা প্রশাসন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) পায়রা চৌধুরী অভিযান চালিয়ে বালু বিক্রি বন্ধ করে দেন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পায়রা চৌধুরী জানান, শনিবার উড়াকান্দা এলাকায় সড়কের পাশে বালুর স্তুপ করে অবৈধভাবে বিক্রি বন্ধ করা হয়েছে। মালিককে না পাওয়ায় জরিমানা করা সম্ভব হয়নি। এছাড়া আজ রোববার বিকেলে সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলনকালে একটি খননযন্ত্র জব্দ করা হয়েছে। অভিযান শেষে করনীয় নিয়ে বলা যাবে।
এদিকে জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের মরা পদ্মা নদীতে অবৈধভাবে খননযন্ত্র বসিয়ে বালু উত্তোলন করায় শনিবার বিকেলে অভিযান চালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদুর রহমান। এসময় বালু উত্তোলনকাজে ব্যবহৃত খননযন্ত্র এবং পাইপ কেটে ধংস করা হয়।
ইউএনও নাহিদুর রহমান জানান, উপজেলার উজানচর ইউনিয়নের মরা পদ্মা নদীতে এবং পল্লী বাজার এলাকায় নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় তিনটি খননযন্ত্র জব্দ এবং ৫০০ ফুট পাইপ জব্দের পর ধংস করা হয়। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।