Rajbarimail.com
ঢাকা, শুক্রবার , ২৯ অগাস্ট ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. অপরাধ
  5. অপরাধ
  6. শিক্ষা

রাজবাড়ীতে আবারও নোটারি করে বয়স বাড়িয়ে ৮ম শ্রেণির স্কুলছাত্রীর বিয়ে, ভ্রাম্যমান আদালতের জরিমানা

রাজবাড়ী মেইল ডেস্ক
২৪ আগস্ট ২০২৫, ১০:৩৭ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীতে এক সপ্তাহের ব্যবধানে নোটারি করে বয়স বাড়িয়ে ৮ম শ্রেণির স্কুলছাত্রীর বাল্যবিবাহের অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমান আদালত। কনের বাবাকে দুই হাজার টাকা জরিমানা এবং ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে দেওয়া যাবে না মর্মে মুচলেকা আদায় করা হয়। শুক্রবার বিকেলে রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়ায় বিয়ের আয়োজন চলছিল।

জানা যায়, রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া বেথুলিয়া গ্রামে কনের বাড়ি। সে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ে ৮ম শ্রেণিতে পড়াশোনা করে। বর একই ইউনিয়নের মাটিপাড়া গ্রামের সোহান মোল্লা। বিয়ে উপলক্ষে শুক্রবার কনের বাড়িতে সকল ধরনের প্রস্তুতি চলছিল। বরযাত্রী প্রবেশে নির্মাণ করা হয় সুসজ্জিত গেট। আত্মীয় স্বজন, আমন্ত্রিত অনেকে উপস্থিত ছিলেন। কনে প্রাপ্ত বয়স্ক না হওয়ায় ১৮ আগষ্ট আইনজীবীর মাধ্যমে ১০০ টাকার স্ট্যাম্পে নোটারি পাবলিক করে বয়স বাড়িয়ে ১৮ বছর করা হয়। বিকেলে বর যাত্রী আসার প্রস্তুতি চলছে। খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যবস্থা নিতে বললে মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের কিশোর-কিশোরী ক্লাবের জেন্ডার প্রোমটার, গ্রাম পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিগণ কনের বাড়িতে উপস্থিত হয়ে বাধা হয়ে দাড়ান। তাদের কথায় বন্ধ না হলে বিকেলে সহকারী কমিশনার (ভূমি), নির্বাহী ম্যাজিষ্ট্রেট পায়রা চৌধুরী পুলিশ নিয়ে ওই বাড়িতে উপস্থিত হন। এ সময় কনের বাবাকে দুই হাজার টাকা জরিমানা করেন। একই সাথে বিয়ের প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত (১৮ বছর) বিয়ে দেবে না মর্মে মুচলেকা নেন।

 ১৫ আগষ্ট সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলীপুর গ্রামের দশম শ্রেণি পড়ুয়া মেয়েকে নোটারি পাবলিক করে বয়স বাড়িয়ে ১৮ বছর করে জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের রামদিয়া বারমল্লিকা গ্রামের এক প্রবাসীর সাথে বিয়ে বন্ধ করা হয়। বিয়ে উপলক্ষে ১৫ আগষ্ট কনের বাড়িতে সকল আয়োজন করা হয়। খবর পেয়ে উপজেলা প্রশাসন বাল্যবিবাহের কুফল সম্পর্কে বোঝানোর পর কনের পরিবার বিয়ে দিতে অপারগতা প্রকাশ করে। কিন্তু বেলা গড়িয়ে বিকেল হওয়া মাত্র বিয়ের আনুষ্ঠানিকতার প্রস্তুতির খবর পেয়ে হাজির হন ভ্রাম্যমান আদালত। সহকারী কমিশনার (ভূমি) পায়রা চৌধুরী হাজির হলে বর পালিয়ে যান। পরে কনের পরিবারকে দুই হাজার টাকা অর্থদ- প্রদান করেন। একই সাথে মেয়ের বয়স পরিপূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না বলে মুচলেকা প্রদান করেন।

রাজবাড়ী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারিয়া হক বলেন, বাল্যবিবাহ সম্পর্কে অভিভাবকদের সচেতন করার চেষ্টা করছি। তাদের সচেতন হওয়া ছাড়া উপায় নেই। এক শ্রেণির অভিভাবক কিছু না বুঝে আইনজীবীর মাধ্যমে নোটারি পাবলিক করে বয়স বাড়িয়ে অপ্রাপ্ত বয়স্ক ছেলে-মেয়ে বিয়ে দিচ্ছেন যার আইনগত কোন বৈধতা নেই। প্রতিমাসে দুই-তিনটি করে বাল্যবিবাহ বন্ধ করছি। আমাদের অজান্তে আরও অনেক বিয়ে হচ্ছে। তারপরও খবর পাওয়া মাত্র বাল্যবিবাহ বন্ধের চেষ্টা করছি।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

গোয়ালন্দের আলোচিত পীর নুরাল হক পাগলের ইন্তেকাল

গোয়ালন্দ-ফরিদপুর-তাড়াইল সড়ক আটকে ধান মাড়াই, পথচারীদের দুর্ভোগ

রাজবাড়ীর পাংশায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ইউপি সদস্যদের অনাস্থা

ভ্রাম্যমান আদালতের অভিযানে নিষিদ্ধ পলিথিন জব্দ, চার প্রতিষ্ঠানকে জরিমানা

গোয়ালন্দে জোর করে ধর্ষণ, আসামী গ্রেপ্তার

রাজবাড়ী সদর হাসপাতালে ৮ মাসে দুদকের তিন দফা অভিযান, সত্যতা মিললো অনিয়মের

প্রবাসীকে পিটিয়ে জখমের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা, প্রতিবাদে হরতাল

রাজবাড়ীতে প্রবল স্রোতে পদ্মায় ডুবে গেল বালুবাহী বাল্কহেড, ফেরিসহ নৌযান চলাচলে ঝুঁকি

চাঁদা না পেয়ে প্রবাসীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, প্রতিবাদে মানববন্ধন

ফরিদপুরে নিজের জন্মদিন পালন না করে বৃদ্ধা আশ্রমের নিবাসীদের খাওয়ালেন কলেজ ছাত্রী শর্মি

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে ড্যাবের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল

ভারী বৃষ্টিতে ধ্বসে যাওয়া রাস্তা মেরামতের দায়িত্ব নিলেন প্রবাসী সালমান