• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৪
সর্বশেষ আপডেট : ১১ নভেম্বর, ২০২৪

পাবনার চরমপন্থী নেতা গোয়ালন্দে হত্যায় জড়িত দুই আসামী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ পাবনার চরমপন্থী নেতা শহিদ মোল্লা (৪৬) হত্যায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শহিদ মোল্লা হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করায় তাদেরকে রোববার বিকেলে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।

শহিদ মোল্লা পাবনার আমিনপুর থানার ঢালারচর ইউনিয়নের বড়দুর্গাপুর গ্রামের কানাই মোল্লার ছেলে। তার বিরুদ্ধে পাবনার বেড়া, আমিনপুর ও রাজবাড়ী সদর থানায় একাধিক হত্যা মামলা রয়েছে। অভ্যন্তরীন কোন্দলের কারনে প্রতিপক্ষ তাকে হত্যা করতেই নির্জন এলাকা হিসেবে গোয়ালন্দের দুর্গম অঞ্চল বেছে নেয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের গোপালবাড়ী গ্রামের ইদ্রিস আলী খান এর ছেলে শাকিল খান (২৫) ও গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের হালিম খান এর ছেলে হাসিবুল হাসান খান (২২)। মামলায় তদন্তে প্রাপ্ত আসামী হিসেবে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে তারা দোষ স্বীকার করে।

জানা যায়, চলতি বছরের ১৩ জুলাই বিকেলে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের নবুওসিমদ্দিন পাড়ার একটি নির্জন মেহগনি বাগানে নিয়ে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী নেতা পাবনার শহিদ মোল্লাকে দুর্বৃত্তরা পিটিয়ে গুরুতর জখম করে। মুমর্ষ অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তি অটোরিক্সায় করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন।

ওই সময় চিকিৎসা কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, ৩৫-৪০ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তি মুমর্ষ অবস্থায় তাকে (শহিদ মোল্লা) জরুরি বিভাগে এনে জানান, ফরিদপুর থেকে আসার পথে কয়েকজন তার গাড়িতে হাসপাতালে নেওয়ার কথা বলে তুলে দেন। বাইরে গাড়ি আছে, কি অবস্থা বলেই তিনি হাসপাতাল থেকে কৌশলে সটকে পড়েন। পরে জরুরি চিকিৎসা দেওয়ার প্রস্তুতিকালে তিনি মারা যান। আহত ব্যক্তির কপাল, হাঁটু, পায়ের পাতাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে। ধারণা, অতিমাত্রায় অভ্যন্তরীন রক্ত ক্ষরণের কারণে মৃত্যু হয়েছে।

পুলিশ জানায়, পুলিশ ওইদিন রাতেই হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার কালে পকেট থেকে এক আইনজীবীর ফোন নাম্বারের সূত্র ধরে প্রযুক্তির সহায়তায় শহিদ মোল্লার পরিচয় নিশ্চিত হন। পুলিশ মেহগনি বাগান থেকে একটি হাত ঘরি ও একটি রক্তমাখা বাঁশের মোটা লাঠি উদ্ধার করে। নিহত ব্যক্তির শরীরে অসংখ্য হাতুরি পেটানোর দাগ, কপালে ও পায়ে রক্তাত্ব ক্ষত চিহৃ ছিল। তার বিরুদ্ধে পাবনার বেড়া থানায় দুটি হত্যাসহ আমিনপুর ও রাজবাড়ী সদর থানায় দ্রুত বিচার আইনে মামলা রয়েছে। অভ্যন্তরীন বিরোধের জের ধরে হত্যা করতে প্রতিপক্ষ নির্জন এলাকা বেছে নেয়। ওইদিন রাতেই তার স্ত্রী বাদী হয়ে অজ্ঞাত আসামী করে হত্যা মামলা করেন।

গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, শহিদ মোল্লা নিষিদ্ধ চরমপন্থী সর্বহারা দলের সক্রিয় সদস্য ছিলেন। তার বিরুদ্ধে তিনটি হত্যাসহ পাঁচটি মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে নদী কেন্দ্রিক চাঁদাবাজির অভিযোগ রয়েছে। অভ্যন্তরীন বিরোধের জের ধরে প্রতিপক্ষ হত্যা করতেই নির্জন এলাকা হিসেবে গোয়ালন্দকে বেছে নেই। পুলিশ দীর্ঘ তদন্ত শেষে মামলার প্রধান আসামী শাকিল খানকে শনিবার দিবাগত রাতে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আজ ভোরের দিকে নিজ এলাকা থেকে হাসিবুল খানকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে বিকেলেই আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদানের জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুন

  • অপরাধ এর আরও খবর