Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ১০ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. শিক্ষা
  6. সাহিত্য ও সংস্কৃতি

রাজবাড়ীতে প্রতিষ্ঠাবার্ষিকীতে সুধিজন; মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ‘প্রথম আলো’

রাজবাড়ী মেইল ডেস্ক
১১ নভেম্বর ২০২৪, ১০:৪৬ অপরাহ্ণ

Link Copied!

জীবন চক্রবর্তী ও মইনুল হক, রাজবাড়ীঃ প্রতিষ্ঠার পর থেকেই প্রথম আলো এখনো বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে আসছে। সঠিক তথ্যের ওপর ভিত্তি করে এখনো মাথা উচু করে ঠাই দাঁড়িয়ে আছে। তাই আমরাও প্রথম আলোর সাথেই আছি। কথাগুলো বলছিলেন রাজবাড়ীতে ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিগণ।শনিবার (৯ নভেম্বর) বিকেলে রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বন্ধুসভার আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, জেলার সেরা শিক্ষককে সম্মাননা প্রদান ও কেক কাটা হয়।

বন্ধুসভার সদস্য নাহিদুল ইসলাম ফাহিমের সঞ্চালনায় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন রাজবাড়ী বন্ধুসভার সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম। এসময় জুলাই-আগষ্টে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। নিরবতা পালন শেষে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রথম আলো প্রতিনিধি এম রাশেদুল হক।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাংশা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আইয়ুব আলী সরদার, রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক সম্পাদক পার্থ প্রতিম দাশ, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি ও চ্যানেল আই প্রতিনিধি এ্যাডভোকেট খান মোহাম্মদ জহুরুল হক, জেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকির শাহাদত হোসেন, রাজবাড়ী রিপোর্টাস ইউনিটির সভাপতি ও যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ এবং এবছর জেলার শ্রেষ্ঠ নারী প্রধান শিক্ষক হিসেবে মনোনিত শাহানাজ পারভীন। অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন রাজবাড়ী বন্ধুসভার জ্যেষ্ঠ সহসভাপতি চৌধুরী ইমরুল আহসান তুহিন।

এসময় রাজবাড়ী ডিবেট এসোসিয়েশন (আরডিএ) এর সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ বাবর আলী, গোয়ালন্দ বন্ধুসভার সভাপতি জীবন চক্রবর্তী, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সফিক মন্ডল, রাজবাড়ী বন্ধুসভার বন্ধু ফয়সাল মাহমুদ, সাংবাদিকসহ স্থানীয় সুধিজন উপস্থিত ছিলেন। আলোচনা অনুষ্ঠানের ফাকে ফাকে চলে সঙ্গীত পরিবেশন। সঙ্গীত পরিবেশন করেন রাজবাড়ী বন্ধুসভার বন্ধু শিল্পী আব্দুল জব্বার ও কানিজ ফাতিমা বেবি।

অনুষ্ঠানে পাংশা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আইয়ুব আলী সরদার বলেন, সাংবাদিকদের সব সময় বস্তুনিষ্ঠ এবং তথ্যবহুল সংবাদ পরিবেশন করা উচিত। যা প্রথম আলো সব সময় করে আসছে। এ কারনে প্রথম আলো আজও সেরাটা ধরে রেখেছে।

রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট খান মোহাম্মদ জহুরুল হক বলেন, প্রথম আলো প্রতিষ্ঠার পর থেকে সঠিক সংবাদ পরিবেশন করে আসছে। সংবাদের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ড নিয়েও ব্যাস্ত থাকে। এসব কারণে প্রথম আলো এখনো দেশ সেরা জাতীয় দৈনিক পত্রিকা। তাঁদের নানা কর্মকাণ্ড ভালো লাগে বলেই শুরু থেকে এখনো সাথে আছি। আর সাংবাদিকতা জগতে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান একজন আইডল।

জেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকির শাহাদত হোসেন বলেন, প্রথম আলো অনেক বাধা উপেক্ষা করে নানা ধরনের সেবামূলক কাজ করে যাচ্ছে। মেধাবীদের বৃত্তি প্রদান, অসহায়দের পাশে দাঁড়ানো, দুর্যোগে বিপদাপন্ন মানুষের কাছে ছুটে যাওয়ার মতো কাজটি তারা করছে। কয়েকদিন আগেও জেলার ২৫টি স্কুল এবং লাইব্রেরীতে বই উপহার প্রদান করেছেন। এ কারণে প্রথম আলোর কোন অনুষ্ঠানের কথা শুনলে দাওয়াত না দিলেও ছুটে আসি।

আলোচনা শেষে প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ এ  সেরা চার শিক্ষক নির্বাচিত হওয়ায় জেলার উজানচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ বাবর আলী, রেলওয়ে কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানাজ পারভীন, দুদুখান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসরিন আক্তার ও কেউটিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহাফুজুর রহমান কে সম্মাননা প্রদান করা হয়। এই চার সদস্যই বন্ধুসভার সদস্য। চার শিক্ষকের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন আমন্ত্রিত অতিথিগণ।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে স্বামীর বিরুদ্ধে গৃহবধূ হত্যার অভিযোগ

রাজবাড়ী রেলষ্টেশনে কর্মস্থলমুখী মানুষের চাপ

রাজবাড়ীতে ছাত্রদল নেতার কার্যালয় ভাঙচুর, স্বেচ্ছাসেবক দল নেতার গাড়িতে আগুন

রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রীকে হত্যার দায়ে জড়িত মূল আসামী নোয়াখালী থেকে গ্রেপ্তার

দৌলতদিয়া বাজারে রাতের আধারে ঘর তোলা ব্যক্তি জামায়াতের কেউ নন বলে দাবি

রাজবাড়ীতে মামতো ভাইয়ের সুন্নতে খাৎনার দাওয়াত খাওয়া হলো না জুঁইয়ের

গোয়ালন্দে ইঞ্জিনিয়ার এসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা প্রদান

রাজবাড়ী জেলা ও পৌর বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাজবাড়ীতে জুলাই-আগষ্টে শহীদ পরিবার ও আহতদের মাঝে অনুদানের চেক বিতরণ

রাজবাড়ীতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

গোয়ালন্দে ৮’শ হতদরিদ্রের মাঝে হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের ঈদের নতুন পোশাক ও খাদ্য সামগ্রী বিতরণ

অসহায় আবেদ আলীর পাশে গোয়ালন্দ বন্ধুসভা