• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২৪
সর্বশেষ আপডেট : ১৩ নভেম্বর, ২০২৪

রাজবাড়ীতে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় দুইজন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী শহরের বিনোদপুর নিজ বাসার কাছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা তানভীর শেখকে কুপিয়ে হত্যার ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। আজ বুধবার সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে শহরের বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো শহরের বিনোদপুর এলাকার নজরুল ইসলামের ছেলে কাজল (২১) ও নতুন বাজার এলাকার সামাদ শেখ এর ছেলে রহিম শেখ (৩০)।

এর আগে এই ঘটনায় বুধবার দুপুরে নিহত তানভীরের মামা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় ৯ জনকে অভিযুক্ত এবং অজ্ঞাতানামা কয়েকজনকে আসামী করা হয়।

রাজবাড়ী সদর থানা পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর থেকে জেলার গোয়েন্দা (ডিবি) ও থানা পুলিশের একাধিক দল শহরের বিভিন্ন স্থানে অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে প্রথমে এজাহার নামীয় ৩নম্বর আসামী কাজলকে শহরের বিনোদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সন্ধ্যা ৬টার দিকে এজাহার নামীয় ৮নম্বর আসামী রহিমকে শহরের বড়পুল থেকে গ্রেপ্তার করে। অপর আসামীদের গ্রেপ্তারে পুলিশ এখনো মাঠে কাজ করছেন।

স্থানীয় কয়েকজন জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে নিজ বাসা থেকে প্রায় ১০০ গজ দূরে বিনোদপুর সর্বজনীন মন্দির ও স্থানীয় মুন্নাফের দোকান সংলগ্ন তিন রাস্তার মোড়ে তানভীর তার দুই বন্ধুর সঙ্গে আড্ডা দিচ্ছিল। ১০ থেকে ১২ জন তরুণ আকষ্মিকভাবে এসে ওই দুই বন্ধুর গলায় অস্ত্র ঠেকিয়ে তানভীরের পেটে ও পিঠে উপর্যপুরি ছুড়িকাঘাত করতে থাকে। তানভীর মাটিতে লুটে পড়লে দুর্বৃত্তরা দ্রুত এলাকা ত্যাগ করে। তাদের আর্তচিৎকারে স্থানীয় লোকজন রক্তাত্ব অবস্থায় তানভীরকে উদ্ধার করে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা যান।

স্থানীয় কয়েকজন জানান, প্রায় ২-৩মাস আগে তুচ্ছ এক বিষয় নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা তানভীরের বিরোধ তৈরী হয়। ওই বিরোধের জের ধরে তাকে কুপিয়ে হত্যা করা হয়। এই হত্যাকা-ে স্থানীয় দুই থেকে তিনজন এবং দাদশী ইউনিয়নের ছয় থেকে সাতজন অংশ নিয়েছেন বলে জানা যায়।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে রাতেই অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মুকিত সরকারসহ তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় বুধবার নিহতের মামা আলম শেখ বাদী হয়ে এজাহার নামীয় দশজন এবং অজ্ঞাত আরো সাত থেকে আট জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলার অপর আসামীদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছেন।

আরও পড়ুন

  • অপরাধ এর আরও খবর