নিজস্ব প্রতিবেদক, বালিয়াকান্দি, রাজবাড়ীঃ রাজবাড়ীর বালিয়াকান্দিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস নানা আয়োজনে পালিত হয়েছে। উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে একটি বিশাল শোভাযাত্রা বের করা হয়ে শহর প্রদক্ষিণ শেষে বালিয়াকান্দি ফুটবল মাঠে এসে শেষ হয়। এরপর সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেন খান। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাড. আঃ রাজ্জাক খাঁন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা মোঃ মুজাহিদুল ইসলাম (মুজাহিদ), জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ অ্যাড. মুক্তার কবির খান নান্নু, সুপ্রিম কোর্টের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার কাজী রহমান মানিক।
বক্তারা বাংলাদেশের জনগণের ভোটাধিকার ও মৌলিক চাহিদা পূরণের অধিকার আদায়ে ছাত্র জনতার বিপ্লবের তাৎপর্য তুলে ধরেন। বক্তৃতায় ব্যারিস্টার কাজী রহমান মানিক বলেন, “ছাত্র জনতার বিপ্লবের উদ্দেশ্য ছিল এদেশের মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার, কথা বলার অধিকার এবং বেসিক প্রয়োজনীয়তার গ্যারান্টি। কিন্তু বর্তমান সরকার এখনো নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আশা করে দ্রুত দেশে একটি নির্বাচনের আয়োজন হবে, যা জনগণের দাবি পূরণে সক্ষম জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা করবে।”
আলোচনা সভা শেষে সন্ধ্যায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে স্থানীয় শিল্পীরা অংশগ্রহণ করেন।