• ঢাকা
  • শনিবার, ৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২০ মার্চ, ২০২১
সর্বশেষ আপডেট : ২০ মার্চ, ২০২১

‘নিরাপদ সড়ক চাই’ সচেতনতামূলক প্রচারানায় ‘গোয়ালন্দ রাইডার্স’

অনলাইন ডেস্ক

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ ‘নিরাপদ সড়ক চাই’ প্রচারে নেমেছে অনলাইন ভিত্তিক সামাজিক সংগঠন ‘গোয়ালন্দ রাইডার্স’।  শুক্রবার সকালে রাজবাড়ীর সরকারি গোয়ালন্দের কামরুল ইসলাম কলেজ মাঠ থেকে ১৩০টি মোটরসাইকেলের বহর নিয়ে সংগঠনটি ঝিনাইদহর উদ্দেশ্যে রওয়ানা করে।

প্রতি বছরের ন্যায় এবার সচেতনতামূলক প্রচারণার অংশ হিসেবে ভিন্ন শ্লোগান নিয়ে মোটরসাইক ট্যুর শুরু করে। শুক্রবার (১৯ মার্চ) সকাল ৮টায় রওয়ানা করে ঝিনাইদহর জোহান ড্রীম ভ্যালি পার্কের উদ্দেশ্যে রওয়ানা করে। সেখানে আয়োজিত মঞ্চে সচেনতনতামূলক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সন্ধ্যায় ঝিনাইদহ থেকে গোয়ালন্দের উদ্দেশ্যে ফেরার কথা রয়েছে। ১৩০টি মোটরসাইকেলের বহরে মোট ১৬০ জন বাইকার অংশ নিচ্ছেন। তাদের প্রত্যেকের পড়নে নির্দিষ্ট রঙের টিশার্ট রয়েছে। ৫জন এডমিন প্যানেল সদস, মর্ডরেটর ৩জন এবং বিশেষ নিরাপত্তার দায়িত্বে রয়েছেন আরো ৩জন। তাদের নেতৃত্বে মোটরবাইকের বহরটি ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে রওয়ানা করে।

রওয়ানা দেওয়ার প্রাক্কেলে নিরাপদ সড়ক চাই সচেতনতামূলক প্রচারনায় একাত্মতা প্রকাশ করেন গোয়ালন্দ পৌরসভার ময়র নজরুল ইসলাম মন্ডল। তিনি সকলকে সতর্কতার সাথে ট্যুর শেষ করার অনুরোধ জানান। সবার প্রতি শুভ কামনা জানিয়ে কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করেন। এ সময় পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল ছাড়াও প্রথম আলো গোয়ালন্দ বন্ধুসভার সাবেক সাধারণ সম্পাদক মাহাফুজুর রহমান মিলন, গোয়ালন্দ রাইডার্সের এডমিন প্যানেল সদস্য এস এম ইত্তেহাদ সিয়াম, এস এম কলিন্স পার্থ, আকাশ সাহা, শামীমুল আলম শাওন, শরীফুল ইসলাম, মর্ডারেটর এস এম রাব্বি, আহসান হাবিব প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গোয়ালন্দ রাইডার্সের এডমিন সদস্য আকাশ সাহা ও এস এম কলিন্স পার্থ জানান, ২০১৫ সালে সংগঠনের যাত্রা শুরু। এরপর তিন বছর স্থানীয়ভাবে নানা ধরনের সচেতনতামূলক কর্মসূচি পালন করলেও ২০১৮ সাল থেকে নিজ জেলা ছেড়ে অন্য জেলায় এ ধরনের কর্মসূচি হাতে নেওয়া হয়। গত বছর নাটোরের লালপুরে ‘ইভটিজিংকে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি’ এই শ্লোগান নিয়ে মোটরবাইক ট্যুর দেওয়া হয়। এবছর আমাদের গন্তব্য ঝিনাইদহর জোহান ড্রীম ভ্যালি পার্ক। আমরা মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে যাত্রা বিরতি দিয়ে নিরাপদ সড়ক চাই কর্মসূচির সচেতনতামূলক প্রচারণা চালাবো।

আরও পড়ুন

  • আজকের রাজবাড়ী এর আরও খবর