Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. অপরাধ
  7. আলোচিত খবর

রাজবাড়ীতে সাংবাদিক ইমরান মনিমের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

রাজবাড়ী মেইল ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০২৫, ৭:৫৭ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীতে বালুমহালের দরপত্র নিয়ে বিএনপির দুই পক্ষের বাগবিতণ্ডার ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হন মাছরাঙা টেলিভিশন রাজবাড়ী প্রতিনিধি ইমরান হোসেন মনিম (৪১)। এ ঘটনায় তিনি বাদী হয়ে সোমবার দিবাগত মধ্যরাতে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করেন। এখন পর্যন্ত কোন আসামি গ্রেপ্তার না হওয়ায় বুধবার দুপুরে সাংবাদিকরা প্রেসক্লাবের সামনে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।

রাজবাড়ীতে কর্মরত সাংবাদিক সমাজের ব্যানালে বুধবার বেলা সোয়া ১১টা থেকে সোয়া ১২টা পর্যন্ত রাজবাড়ী প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। প্রবীণ সাংবাদিক ও বাংলাভিশন টেলিভিশন রাজবাড়ী প্রতিনিধি এম দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজবাড়ী প্রেসক্লাবের সহসভাপতি ও নিউজটুয়েন্টিফোরডটকম রাজবাড়ী প্রতিনিধি কাজী আব্দুল কুদ্দুস বাবু, সহ-সাধারণ সম্পাদক ও মানবজমিন রাজবাড়ী প্রতিনিধি শহিদুল ইসলাম হিরণ, যুগান্তরের রাজবাড়ী প্রতিনিধি ও রাজবাড়ী রিপোর্টাস ইউনিটির সভাপতি হেলাল মাহমুদ, সময় টেলিভিশনের প্রতিনিধি আশিকুর রহমান, ডিবিসি নিউজ ও বাংলাদেশ প্রতিদিন এর রাজবাড়ী প্রতিনিধি দেবাশিষ বিশ্বাস প্রমূখ।

ঘন্টা ব্যাপী মানববন্ধন শেষে সাংবাদিকরা ইমরান হোসেন মনিমের ওপর হামলা কারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে সাংবাদিকরা পুলিশ সুপার মোছা. শামীমা পারভীনের সঙ্গে সাক্ষাত করেন। এসময় পুলিশ সুপারের কাছে অবিলম্বের হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনাসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পুলিশ সুপার মোছা. শামীম পারভীন বলেন, সাংবাদিকদের ওপর হামলাকারীদের শনাক্ত করতে জেলা প্রশাসকের কার্যালয় ও পুলিশ সুপারের কার্যালয়ের সামনে স্থাপিত সকল সিসিটিভি ক্যামেরা চেক করা হচ্ছে। দুর্বৃত্তদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে আশ্বস্ত করেন। এ ক্ষেত্রে মামলার বাদী সাংবাদিক ইমরান হোসেন মনিম সহ সকল সাংবাদিকের সহযোগিতা কামনা করেন।

প্রসঙ্গত, সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার কালুখালী উপজেলার চরপাতুরিয়া গড়াই নদের বালু মহালের দরপত্র জমা নিয়ে বিএনপির দুই পক্ষ জমায়েত হয়। এসময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আম্রকাননে দুই পক্ষের মধ্যে দরপত্র জমাদান নিয়ে প্রথমে বাগবিতণ্ডা পরে হাতাহাতি ও মারধর শুরু হয়। এমন দৃশ্য দেখে সাংবাদিক ইমরান হোসেন পেশাগত দায়িত্ব পালনে ভিডিও ধারণ করতে থাকেন। এসময় ২০-২৫জন অতর্কিতভাবে ইমরানের ওপর হামলা করে। কারো হাতে থাকা চাবি বা শক্ত জাতিয় কিছু দিয়ে ইমরানের মাথায় আঘাত করলে গভীর ক্ষত হয়। এ ঘটনার পর ওইদিন রাত ১২টার পর সাংবাদিক ইমরান হোসেন মনিম ২০-২৫জনকে অজ্ঞাত আসামী করে একটি মামলা দায়ের করেন।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

গোয়ালন্দ ঘাট থানার ওসি রাকিবকে পুলিশ সুপারের কার্যালয়ে বদলি 

গুণী শিক্ষক নির্বাচিত হলেন গোয়ালন্দের বাবর আলী ও নাসরীন আক্তার

রাজবাড়ীতে জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নুরাল পাগলার দরবারে হামলায় গ্রেপ্তার আতঙ্কে ইমাম-মুয়াজ্জিন, আতঙ্কিত না হতে বললো পুলিশ

রাজবাড়ীতে দরবারে হামলায় নিহতের ঘটনায় আরও দুইজন গ্রেপ্তার, দেড় কোটি টাকার স্বর্ণালংকার চুরি

রাজবাড়ীর পাংশায় দুই আ.লীগ নেতা, চেয়ারম্যান গ্রেপ্তার

নুরাল পাগলার দরবারে হামলায় নিহত রাসেলের পরিবারের হত্যা মামলা দায়ের, গ্রেপ্তার আরও ৪জন

নুরাল পাগলার দরবারে হামলাঃ নিরপরাধ কাউকে হয়রানি বা গণগ্রেপ্তার করা হবে না

কালুখালীতে দুই বন্ধু মিলে মোটরসাইকেল নিয়ে রেস করছিল, সংঘর্ষে দুই বন্ধু নিহত

রাজবাড়ীতে প্রথম আলো জিপিএ-৫ কৃতী সংবর্ধনাঃ ‘তোমরা সেরা স্বীকৃতি অর্জন করেছ, তোমরাই দেশ সেরা হবে’

রাজবাড়ীতে নুরাল পাগলার দরবারে থম থমে অবস্থা, পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা

রাজবাড়ীতে নুরুল হক দরবারে হামলা, পুড়িয়ে দেওয়া হলো লাশ, নিহত ১, পুলিশসহ আহত অর্ধশত