Rajbarimail.com
ঢাকা, শনিবার , ২৬ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ

কুয়াশায় কয়েক ঘন্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়া ও আরিচা-কাজিরহাট রুটে ফেরি চালু

রাজবাড়ী মেইল ডেস্ক
৩ ফেব্রুয়ারি ২০২৫, ৯:৪৩ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ কুয়াশার কারণে কয়েকদিন বিরতির পর চারদিন ধরে দেশের গুরুত্বপূর্ণ রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া এবং মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট নৌপথে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। গতকাল রোববার দিবাগত মধ্যরাত থেকে দুই রুটে ফেরি বন্ধ হয়ে কয়েক ঘন্টা পর আজ সোমবার সকাল থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এতে যানবাহন পারাপার ব্যাহত হওয়ার পাশাপাশি দুর্ভোগে পড়তে হচ্ছে চালকসহ যাত্রীদের।

বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় জানায়, কুয়াশার কারণে প্রায় ১১ ঘন্টা বন্ধের পর গতকাল রোববার সকাল ৯টা ২০মিনিট থেকে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়। একইভাবে প্রায় সাড়ে ৮ ঘন্টা বন্ধের পর আরিচা-কাজিরহাট রুটেও ফেরি চলাচল স্বাভাবিক হয়।

দিন শেষে রোববার সন্ধ্যার পর থেকে নদী অববাহিকায় আবারও কুয়াশা পড়তে থাকে। রাত যতই গভীর হতে থাকে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। এক পর্যায়ে অতিমাত্রায় কুয়াশা পড়তে থাকলে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে রাত ১২টা ১০মিনিট থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এ সময় দৌলতদিয়া প্রান্তে ৭টি ফেরি এবং পাটুরিয়া ঘাট এলাকায় ৭টি ফেরি নোঙর করে থাকে। প্রায় ৯ ঘন্টা পর আজ সোমবার সকাল ৯টা থেকে এই রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাহ উদ্দিন জানান, রোববার সন্ধ্যার পর কুয়াশার কারণে থেকে ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। অতিরিক্ত কুয়াশা পড়তে থাকলে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে রাত ১২টা ১০মিনিট থেকে এই রুটে ফেরি বন্ধ করে দেওয়া হয়। প্রায় ৯ ঘন্টা পর আজ সোমবার সকাল ৯টা থেকে ফেরি চালু করা হয়। এসময় দৌলতদিয়া প্রান্তে ৭টি ফেরি নোঙর করে ছিল।

অপরদিকে কুয়াশার কারণে আরিচা-কাজিরহাট রুটেও রোববার দিবাগত মধ্যরাত থেকে ফেরি চলাচলে বিঘœ সৃষ্টি হয়। দুর্ঘটনার ঝুঁকি দেখা দিলে রাত ১২টা ৩০মিনিট থেকে এই রুটে ফেরি বন্ধ করে দেয়া হয়। প্রায় সোয়া ৮ ঘন্টা পর আজ সোমবার সকাল ৮টা ৪০মিনিট থেকে এই নৌপথে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) আব্দুস সালাম বলেন, গুরুত্বপূর্ণ আরেক নৌপথ আরিচা-কাজিরহাট রুটেও টানা চারদিন ধরে কুয়াশার কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। রোববার দিবাগত মধ্যরাত থেকে অতিমাত্রায় কুয়াশা পড়ায় রাত ১২টা ৩০মিনিট থেকে এই রুটে ফেরি বন্ধ করে দেওয়া হয়। প্রায় সোয়া ৮ ঘন্টা পর সোমবার সকাল ৮টা ৪০মিনিট থেকে এই রুটে ফেরি চালু হয়।

তিনি বলেন, কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি এই অঞ্চলের আরেক নৌপথ রাজবাড়ীর ধাওয়াপাড়া এবং পাবনার নাজিরগঞ্জ রুটেও ফেরি চলাচলে বিঘœ সৃষ্টি হচ্ছে। তবে ফেরি সংখ্যা সীমিত থাকায় দুর্ভোগের মাত্রাটা কম।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

গোয়ালন্দে হেরোইনসহ দুইজন গ্রেপ্তার

পাংশায় গলায় ফাঁস নিয়ে বেকার যুবকের আত্মহত্যা

গোয়ালন্দ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম মোল্লার জানাজা সম্পন্ন

গোয়ালন্দে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির পরিচিতি সভা ও নবীনবরণ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

রাজবাড়ীতে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখায় দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

রাজবাড়ীতে অপহরণ মামলার আসামি মাগুরা থেকে গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

বালিয়াকান্দিতে অনলাইন প্রতারক চক্রের চার সদস্যকে ফরিদপুর ভাঙ্গা থেকে গ্রেপ্তার

পাংশায় শিশুকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগে মামলা

নানা আয়োজনে শেষ হলো গোয়ালন্দের তিনদিন ব্যাপী ১৫৩ তম ফকিরী মেলা

রাজবাড়ীতে শেষ হলো লোকজ ও সাংস্কৃতিক মেলা, ছিল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা

গোয়ালন্দে পুলিশের পৃথক অভিযানে হেরোইন সহ দুই যুবক গ্রেপ্তার