ইমরান মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের মুকুন্দিয়ায় মাদক সন্ত্রাশ জঙ্গীবাদ নারী নির্যাতন ইভটিজিং মুক্ত সমাজ গড়তে আইনশৃঙ্খলা বিষয়ক বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে রাজবাড়ী সদর থানার আয়োজনে ও ৬নং বিট পুলিশিং পাচুরিয়ার উদ্যোগে মুকুন্দিয়া স্কুল মাঠ প্রাঙ্গনে এ সমাবেশে অনুষ্ঠিত হয়।
পাঁচুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবর রহমান রতনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ী অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখারুল আলম প্রধান, পাঁচুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাজী আলমগীর, সাধারন সম্পাদক মো. নুরুল ইসলাম মোল্লা, মরডাঙ্গা ফাজিল মাদ্রাসার সভাপতি মো. সিরাজুদ্দিন বিশ্বাস, পাঁচুরিয়া ইউনিয়ন বিট অফিসার মিরাজ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মরডাঙ্গা ফাযিল মাদ্রাসার প্রভাষক মশিউর রহমান।
সমাবেশে বক্তারা বলেন, মাদক সন্ত্রাশ জঙ্গীবাদ নারী নির্যাতন ইভটিজিং মুক্ত করতে হলে আগে নিজেকে সচেতন হতে হবে।পুলিশকে এসব বিষয়ে গোপনে তথ্য দিয়ে সহযোগীতা করতে হবে।তাহলে পুলিশ তার কাজটি করতে পারবে। নেশা ও সন্ত্রাস ছারো না হলে পাচুরিয়া ছারো এমন ঘোষনাও দেন বক্তারা
রাজবাড়ী অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতেখারুজ্জামান বলেন, আমরা মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ আমরা রাখবোনা, তাদের নির্মূল করবো। আমরা সাধারন মানুষের জন্য কাজ করি। দিন রাত আপনাদের জন্যই বিভিন্ন স্থানে টহল চলমান থাকে। মাদক, সন্ত্রাস, নারী নির্যাতন, ইভটিজিং মুক্ত সমাজ গড়তে হলে অবশ্যই পরিবারকে আগে এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের মোবাইল আসক্তি থেকে সরিয়ে রাখতে হবে।মানুষ হিসেবে গড়ে তুলতে হলে সন্তানদের সু-শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। সন্তানকে বিপথগামীতা থেকে রক্ষা করতে হলে শিক্ষার কোন বিকল্প নাই বলেন তিনি।