নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে সোমবার সকালে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন। সভায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুষ্কৃতকারীরা নাশকতা সৃষ্টি করার আশঙ্কার কথা প্রকাশ করেন বক্তারা।
সভায় গোয়ালন্দ উপজেলার আইনশৃঙ্খলার ওপর সার্বিক বিষয় নিয়ে আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য সচিব, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) উত্তম কুমার ঘোষ, জেলা পরিষদের সংরক্ষিত সদস্য নুরজাহান চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারসিন তারান্নুম হক, নবাগত উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রাশেদুজ্জামান, অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নির্মল কুমার চক্রবর্তী, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা গিয়াস, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের সহকারী অধ্যাপক আমিরুল ইসলাম প্রমূখ।
সভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নির্ধারিত ভোট কেন্দ্রগুলোতে দুষ্কৃতকারীরা নাশকতা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন। এ জন্য সংশ্লিষ্ট ভোট কেন্দ্রগুলোর দায়িত্বপ্রাপ্ত শিক্ষক বা প্রতিষ্ঠান প্রধানগন আগে থেকেই বাড়তি নজরদারিতে রাখার কথা জানানো হয়। এছাড়া ভোট কেন্দ্রে পৌছানোর রাস্তাগুলো আগে থেকে যেন মেরামত করাসহ প্রয়োজনীয় সংস্কার করার দাবিও জানানো হয়।
এ সময় সভার সভাপতি ইউএনও মো. জাকির হোসেন, সুষ্ঠ ও সুন্দর পরিবেশে ভোট সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন। সেই সাথে এখন থেকে উপজেলার কোথাও যেন দুষ্কৃতকারীরা কোনভাবে নাশকতা সৃষ্টি করতে না পারে সেদিকে সবাইকে বাড়তি নজরদারিতে রাখার কথা জানান। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনভাবে বিঘœ সৃষ্টি না হয় সেদিকে বিশেষ দৃষ্টি থাকার কথাও জানান তিনি।