Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ৩১ জুলাই ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. অপরাধ
  5. অপরাধ

রাজবাড়ীতে মধ্যরাতে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন

রাজবাড়ী মেইল ডেস্ক
৩১ অক্টোবর ২০২৩, ১০:১৫ পূর্বাহ্ণ

Link Copied!

মইনুল হক মৃধা, রাজবাড়ীঃ রাজবাড়ীর পৌর শহরের বিনোদপুর এলাকায় রোববার দিবাগত রাত ১২ টার দিকে রাস্তার পাশে পাকিংয়ে থাকা একটি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ট্রাকটির মালিক মো. হাসিবুর হাসান বিনোদপুর এলাকার আলী রেজার ছেলে। তিনি প্রবাসে থাকায় তার ভাই রমজান আলী ব্যবসা পরিচালনা করেন।

স্থানীয়রা জানান, ট্রাকটি বিক্রির উদ্দেশ্যে প্রায় দুই মাস যাবৎ একই স্থানে রাখা হয়। রাত ১২টার দিকে স্থানীয়রা হঠাৎ ট্রাকে আগুন দেখতে পেয়ে জড়ো হন এবং দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে রাজবাড়ী সদর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রেজাউল করিম বলেন,

রোববার দিবাগত মধ্যরাতে ১২ টার একটু পর রাজবাড়ী সদর থানায় সংবাদ আসে কলেজ রোডে একটি ট্রাকে আগুন ধরেছে। সাথে সাথে সদর সার্কেল ও অফিসার ইনচার্জসহ একটি টিম ঘটনাস্থলে যায়, তারা ফায়ার সার্ভিসকে খবর দিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।প্রাথমিকভাবে জানা যায় ট্রাকটি দেড় মাস ধরে অকেজো অবস্থায় সেখানে ফেলে রাখা হয়েছে। কে বা কারা এবং কি কারণে ট্রাকে আগুন দিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য করুন
আরও পড়ুন