মইনুল হক মৃধা, রাজবাড়ীঃ সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসবের নবমীর দিন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডবগুলো পরিদর্শন করেছেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি এ্যাডঃ মো. আসলাম মিয়া। এ সময় তাঁর সঙ্গে জেলা, উপজেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সোমবার (২৩ অক্টোবর) বিকেল ৫টা থেকে শুরু করে রাত ১০টা পর্যন্ত গোয়ালন্দ পৌরসভা সহ উপজেলার বিভিন্ন মণ্ডব ঘুরে দেখেন এবং তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় এ্যাড. আসলাম মিয়া প্রত্যেক পূজা মন্ডবের জন্য তাঁর ব্যক্তিগত নিজস্ব তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করেন।
এ্যাডঃ মো. আসলাম মিয়ার সাথে এসময় উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক এ্যাড লিয়াকত আলী বাবু, জেলা বিএনপির সদস্য সচিব কামরুল আলম, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক রেজাউল করিম পিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা যুবদলের সদস্য সচিব আমিনুর রহমান ঝন্টু, জেলা ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম রোমান, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মো. মোশারফ আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মো. আমজাদ হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. সানোয়ার আহম্মেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান মজি, সাংগঠনিক সম্পাদক মো. সাইদুল ইসলাম সরদার, মো. রুবেল শেখ, পৌর যুবদলের সদস্য সচিব মো. কামরুল ইসলাম কামরুল সহ জেলা, উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
মন্ডব পরিদর্শন কালে এ্যাড. আসলাম মিয়া বলেন, আমি সংখ্যালঘু বলতে কিছু বুঝি না, আমি বুঝি এ দেশ সবার। বাংলাদেশ সম্প্রতির দেশ এ দেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খৃষ্টান সবাই মিলে মিসে থাকি, সম্প্রতির সব থেকে বড় উদাহরণ আমাদের এই বাংলাদেশ। সনাতন ধর্মাবলম্বীদের সার্বজনীন দুর্গাপূজা উৎসবটি সবার জন্য উন্মুক্ত, যার জন্য এই উৎসব সবাই উপভোগ করেন। আমি আশা করি আমাদের সম্প্রতি সব সময় বজায় থাকবে।