Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. অপরাধ

ডাকাতির প্রস্তুতিকালে গোয়ালন্দ মহাসড়ক থেকে পুলিশের পোশাকসহ গ্রেপ্তার ৫

রাজবাড়ী মেইল ডেস্ক
৯ জুন ২০২৩, ৭:৪৭ পূর্বাহ্ণ

Link Copied!

মইনুল হক ও ফিরোজ আহম্মেদ, গোয়ালন্দঃ ডাকাতির প্রস্তুতিকালে ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বাংলাদেশ হ্যাচারীজের সামনে থেকে প্রাইভেটকার ও ডিবি পুলিশের পোশাকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে পুলিশের নিয়মিত তল্লাশি চৌকি বসানোর সময় পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছে কয়েকটি দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো মাদারীপুরের শিবচর উপজেলার খাসির হাট গ্রামের মৃত লাল মিয়ার ছেলে মোহাম্মদ আলী মিয়া (৩১), নংরসিংদী সদর উপজেলার শেখের চর গ্রামের মৃত জহর সরদারের ছেলে মো. মান্নান সরদার (৫২), নরসিংদী মাধবদী উপজেলার খোদ্দ নওপাড়া গ্রামের মো. কামাল হোসেন এর ছেলে মো. শাওন আহম্মেদ (২১), একই থানার টাটা পাড়া গ্রামের মো. তারা মিয়ার ছেলে মো. রিয়াজ মিয়া (২৫) ও গাজীপুরের কাপাসিয়া উপজেরার ভিড় আডি গ্রামের মৃত হবি মিয়ার ছেলে মো. হেলাল মিয়া (৩২)।

বৃহস্পতিবার (৮ জুন) বেলা দুইটার দিকে গোয়ালন্দ ঘাট থানা কার্যালয়ে থানার ওসি স্বপন কুমার মজুমদার সাংবাদিকদের জানান, প্রতিদিনের মতো বুধবার দিবাগত রাতে পুলিশের একটি দল দৌলতদিয়া ঘাট এলাকায় অবস্থান করছিল। রাত দেড়টার দিকে পুলিশের ওই টহল দল মহাসড়কের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের পাশে বাংলাদেশ হ্যাচারীজের সামনে পৌছলে হ্যাচারীর প্রবেশমুখে একটি সাদা রঙের প্রাইভেটকার দেখতে পাই। এখানে কারা বলা মাত্র তারা সকলে দৌড়ে পালানোর চেষ্টা করে। প্রায় ত্রিশ মিনিট দৌড়ানো শেষে হ্যাচারীর পিছনের ডোবা থেকে উল্লেখিত পাঁচজনকে হাতে নাতে গ্রেপ্তার করা সম্ভব হয়। বাকি একজন পালিয়ে যায়। এসময় কর্তব্যরত পুলিশ সদস্যরা তাদের প্রাইভেটকার তল্লাশি করে ডিবি পুলিশের দুই সেট পোশাকসহ ধারালো চাকু, কয়েকটি মুঠোফোন জব্দ করে। এসময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মহাসড়কে ডাকাতির প্রস্তুতির কথা পুলিশের কাছে স্বীকার করে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার আরো জানান, এসময় তাদের কাছ থেকে দুটি ডিবি পুলিশ লেখা কটি, ১৬ইঞ্চি লম্বা দুটি লোহার রড, তিনটি স্কচ টেপ, প্লাস্টিকের তৈরী পাঁচটি সাদা রঙের টাই ক্লিপ (যা দ্বার হাত বাধা হয়), ১০ ইঞ্চি লম্বা একটি গিয়ার ছুরি, ২৫ ইঞ্চি লম্বা সবুজ রঙের একটি প্লাস্টিকের পাইপ, একটি হাতুরি, একটি লেজার লাইট ও একটি সাদা রঙের প্রাইভেটকার (ঢাকা মেট্রো ক-০৩-৭০১২) সহ চারটি মুঠোফোন জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে তারা স্বীকার করেছে মহাসড়ক দিয়ে চলাচলকারী বিভিন্ন যানবাহনে তারা ডিবি পুলিশের পরিচয় দিয়ে যাত্রীদের কাছ থেকে মূল্যবান জিনিসপত্র এবং টাকা পয়সা কেড়ে নিত।

এ বিষয়ে বৃহস্পতিবার গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) মো. আশরাফুল ইসলাম বাদী হয়ে গ্রেপ্তারকৃত পাঁচজন সহ অজ্ঞাত ২-৩ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলা দায়ের শেষে গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার দুপুরেই আদালতের মাধ্যমে রাজবাড়ী জেলা কারাগারে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

নুরাল পাগলার দরবারে হামলার মামলায় আরেকজন গ্রেপ্তার, এখনও থমথমে পরিবেশ

গোয়ালন্দে বাংলাদেশ শিক্ষক সমিতির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি রফিকুল, সম্পাদক কাশেম

রাজবাড়ীতে অনুষ্ঠিত হলো স্মৃতিচারণমূলক সাহিত্য সন্ধ্যা “চিঠি দিও”

গোয়ালন্দ ঘাট থানার ওসি রাকিবকে পুলিশ সুপারের কার্যালয়ে বদলি 

গুণী শিক্ষক নির্বাচিত হলেন গোয়ালন্দের বাবর আলী ও নাসরীন আক্তার

রাজবাড়ীতে জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নুরাল পাগলার দরবারে হামলায় গ্রেপ্তার আতঙ্কে ইমাম-মুয়াজ্জিন, আতঙ্কিত না হতে বললো পুলিশ

রাজবাড়ীতে দরবারে হামলায় নিহতের ঘটনায় আরও দুইজন গ্রেপ্তার, দেড় কোটি টাকার স্বর্ণালংকার চুরি

রাজবাড়ীর পাংশায় দুই আ.লীগ নেতা, চেয়ারম্যান গ্রেপ্তার

নুরাল পাগলার দরবারে হামলায় নিহত রাসেলের পরিবারের হত্যা মামলা দায়ের, গ্রেপ্তার আরও ৪জন

নুরাল পাগলার দরবারে হামলাঃ নিরপরাধ কাউকে হয়রানি বা গণগ্রেপ্তার করা হবে না

কালুখালীতে দুই বন্ধু মিলে মোটরসাইকেল নিয়ে রেস করছিল, সংঘর্ষে দুই বন্ধু নিহত