নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ আইডিয়াল বহুমুখী হাই স্কুল এর বার্ষিক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে গোয়ালন্দ বাজার সংলগ্ন আইডিয়াল বহুমূখী হাই স্কুল চত্বরে এ সমাবেশ আহ্বান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সী।
আয়োজিত অভিভাবক সমাবেশের সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও রাজবাড়ী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার। স্বাগত বক্তব্য রাখেন গোয়ালন্দ আইডিয়াল বহুমুখী হাই স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ফকীর আব্দুল কাদের।
স্কুল শিক্ষক নাসরিন আক্তার ইতি ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক সফিকুল ইসলাম এর যৌথ সঞ্চালনায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হেসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হাসান, অবসরপ্রাপ্ত গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমল্য প্রসন্য রায়, প্রবীণ হাই স্কুল শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নির্মল কুমার চক্রবর্তী, অবসরপ্রাপ্ত ইউআরসি ইনষ্ট্রাক্টর মফিজুল ইসলাম তানসেন, অবসরপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বোরহান উদ্দিন আহম্মেদ, গোয়ালন্দ পৌরসভার প্যানেল মেয়র নাসির উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মুহাম্মদ বাবর আলী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে কয়েকশ অভিভাবক সদস্য উপস্থিত ছিলেন।