ইমরান মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ীতে শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের আয়োজনে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী -২ আসনের সংসদ সদস্য মো. জিল্লুল হাকিমের সভাপতিত্বে দিবসটি উপলক্ষে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।
অন্যান্যের মধ্যে আরো বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফকির আব্দুল জব্বার, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক শেখ সোহেল রানা টিপু প্রমূখ।
আলোচনা সভায় জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন অংগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।পরে আলোচনা সভা শেষে প্রদান মন্ত্রী শেখ হাসিনা সহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দেশের জন্য দোয়া করা হয়।