মইন মৃধা, গোয়ালন্দঃ বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, গোয়ালন্দ উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি বাবু গনেশ নারায়ণ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক জয়দেব কর্মকার।
শুক্রবার (৩ ডিসেম্বর) বিকেলে গোয়ালন্দ পৌরসভার মঠ মন্দির প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ত্ব করেন সংগঠনের গোয়ালন্দ উপজেলা কমিটির সভাপতি নির্মল কুমার চক্রবর্তী। সম্মেলনে আগামী তিন বছরের জন্য গোয়ালন্দ উপজেলা কমিটির সভাপতি হিসেবে বাবু নির্মল কুমার চক্রবর্তীকে পুনরায় সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে বাবু কোমল কুমার সাহাকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।
সম্মেলনে অন্যান্যের মধ্যে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদের সদ্য সাবেক সাধারণ সম্পাদক সুশীল কুমার, ডাঃ গৌরাঙ্গ, সুকুমার মন্ডলসহ সনাতন সম্প্রদায়ের দেড় শতাধিক নেতাকর্মী উপস্হিত ছিলেন।
এ বিষয়ে নির্বাচিত সাধারণ সম্পাদক কোমল কুমার সাহা জানান, আগামী ১ সপ্তাহের মধ্যে তাদেরকে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ উপজেলা কমিটি গঠনের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।