ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট যৌনপল্লির বাসিন্দাদের মাঝে বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সেক্সওয়ার্কাস নেটওয়ার্ক এর উদ্যোগে বেসরকারী সংস্থা ইউএনএইডস এর আর্থিক সহযোগিতায় শুক্রবার দুপুরে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
পায়াক্ট বাংলাদেশ এর দৌলতদিয়া কার্যালয়ে যৌনপল্লির ১০০ জনের মাঝে খাদ্য সামগ্রী হিসেবে ১২ কেজি করে চাউল, ১ কেজি সয়াবিন তেল, ১ কেজি মসুরি ডাল, ১টি লাইফবয় সাবান, ৫ কেজি আলু, ১ কেজি লবন, ১ কেজি পেয়াঁজ, ৩ কেজি আটা, ৫০ গ্রাম হলুদের গুড়া, ৫০ গ্রাম মরিচের গুড়া প্রদান করা হয়।
করোনার কারনে ক্ষতিগ্রস্থ এসব পরিবারের স্বাস্থ্যবিধি মেনে খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন সেক্সওয়ার্কাস নেটওয়ার্কের সহ-সভাপতি নুরুননাহার রানু, কোষাধ্যক্ষ ফরিদা পারভীন, সদস্য ফাতেমা বেগম, প্রোগ্রাম সহকারী আরিফুর রহমান, পায়াক্ট পাংলাদেশ দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক মজিবর রহমান খান জুয়েল, সুপারভাইজার শেখ রাজিব প্রমূখ।