June 8, 2023, 2:46 pm
শিরোনামঃ
গোয়ালন্দ উপজেলা প্রশাসনের বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ হওয়ায় গোয়ালন্দের মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা গোয়ালন্দে ড্রেজিংকৃত গভীরগর্তে ডুবে চতুর্থ শ্রেনীর স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু পাংশায় হঠাৎ ভেঙে পড়লো নির্মাণাধীন ব্রিজ, এলাকাবাসীর ক্ষোভ গোয়ালন্দে দৈনিক যায়যায়দিনের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন রাজবাড়ীতে ডিবির অভিযানে চোরাই মোটরসাইকেল সহ গ্রেপ্তার ১ বৃক্ষরোপণ ও আলোচনা সভার মধ্য দিয়ে গোয়ালন্দে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন গোয়ালন্দ আইডিয়াল বহুমুখী হাই স্কুলের অভিভাবক সমাবেশ গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসূচী শুরু স্বপ্নের সবুজ বাংলাদেশের উদ্যোগ, গোয়ালন্দে বৃক্ষ রোপন ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

উপজেলা প্রশাসনের উদ্যোগঃ পিছিয়ে পড়া জনগোষ্ঠির প্রশিক্ষণে উদ্বুদ্ধ করণ কর্মশালা

Reporter Name
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ২৫, ২০২১
  • 151 Time View
শেয়ার করুনঃ

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পূর্বপাড়ার পিছিয়ে পড়া জনগোষ্ঠির জন্য উপজেলা প্রশাসন ব্যতিক্রর্মী উদ্যোগ গ্রহণ করেছে। শনিবার গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে পিছিয়ে পড়া যুবদের প্রশিক্ষণে দিনব্যাপী উদ্বুদ্ধ করণ কর্মশাল অনুষ্ঠিত হয়। কর্মশালা জেলা প্রশাসক দিলসাদ বেগম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া জেলার গুরুত্বপূর্ণ কয়েকটি দপ্তরের উর্দ্বোতন কর্মকর্তাগন অংশ গ্রহণ করেন।

দৌলতদিয়া কেকেএস শিশু বিদ্যালয় মাঠে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক খান এর সভাপতিত্বে কর্মশালার সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল আহম্মেদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহাবুবুর রহমান শেখ, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, যুব উন্নয়ন অধিদপ্তর রাজবাড়ীর উপ-পরিচালক গৌতম চন্দ্র দে, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবাইয়েত মো. ফেরদৌস, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. আজমীর হোসেন, রাজবাড়ী সরকারি কারিগরি প্রশিক্ষন (টিটিসি) কেন্দ্রের অধ্যক্ষ ফাতেমা নারগিস, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের সাবেক অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান, মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম প্রমূখ উপস্থিত ছিলেন।

যৌনপল্লির এক কন্যা সন্তান (১৬) বলেন, আমরা সমাজে সবচেয়ে অবহেলিত। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে উদ্যোগটি গ্রহণ করা হয়েছে সত্যি ভালো। আমরা দশজনের মতো সমাজে মাঁথা উচুঁ করে বাঁচতে চাই। প্রশিক্ষণের মাধ্যমে নিজের কর্ম সংস্থানের ব্যবস্থা যাতে হয় সে জন্য সহযোগিতা কামনা করছি। যাদের কোন শিক্ষা সনদ নেই তাদের কি ব্যবস্থা জানা দরকার।

পল্লির আরেক সন্তান দশম শ্রেনীর এক স্কুল ছাত্র বলেন, আমাদের তো এখনো ১৮ বছর বয়স হয়নি। এক্ষেত্রে আমাদের জন্য কি ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা আছে। আমরা গাড়ির ড্রাইভিং শিখতে চাই। ড্রাইভিং শেখার পর বিদেশে যাওয়ার কোন ব্যবস্থা আছে কি না।

যৌনকর্মীদের নিজস্ব সংগঠন মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠির জন্য এ ধরনের উদ্বুদ্ধকরণ কর্মশালা খুবই জরুরি ছিল। উপজেলা প্রশাসনের এ ধরনের ব্যতিক্রর্মী উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবীদার। এ ক্ষেত্রে আমরা যারা প্রশিক্ষণ নিতে ইচ্ছুক তাদের জন্য বিভিন্ন অধিদপ্তর পরিদর্শনের ব্যবস্থা গ্রহণ করবো।

জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, সরকারিভাবে বিভিন্ন দপ্তর রয়েছে। যে সব দপ্তরের কর্মকান্ড সর্ম্পকে অনেকের অজানা। এছাড়া এ ধরনের পিছিয়ে পড়া জনগোষ্ঠি যাতে আর পিছিয়ে পড়তে না পারে এ জন্য তাদেরকে বিভিন্ন অধিপ্তরের মাধ্যমে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ নিয়ে স্বয়ং সম্পন্ন হতে পারে তার জন্য আমাদের আজকের এই চেষ্টা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2021 Rajbarimail
DeveloperAsif
themesba-lates1749691102