Rajbarimail.com
ঢাকা, শনিবার , ২১ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ

উপজেলা প্রশাসনের উদ্যোগঃ পিছিয়ে পড়া জনগোষ্ঠির প্রশিক্ষণে উদ্বুদ্ধ করণ কর্মশালা

রাজবাড়ী মেইল ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২১, ১১:২৬ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পূর্বপাড়ার পিছিয়ে পড়া জনগোষ্ঠির জন্য উপজেলা প্রশাসন ব্যতিক্রর্মী উদ্যোগ গ্রহণ করেছে। শনিবার গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে পিছিয়ে পড়া যুবদের প্রশিক্ষণে দিনব্যাপী উদ্বুদ্ধ করণ কর্মশাল অনুষ্ঠিত হয়। কর্মশালা জেলা প্রশাসক দিলসাদ বেগম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া জেলার গুরুত্বপূর্ণ কয়েকটি দপ্তরের উর্দ্বোতন কর্মকর্তাগন অংশ গ্রহণ করেন।

দৌলতদিয়া কেকেএস শিশু বিদ্যালয় মাঠে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক খান এর সভাপতিত্বে কর্মশালার সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল আহম্মেদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহাবুবুর রহমান শেখ, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, যুব উন্নয়ন অধিদপ্তর রাজবাড়ীর উপ-পরিচালক গৌতম চন্দ্র দে, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবাইয়েত মো. ফেরদৌস, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. আজমীর হোসেন, রাজবাড়ী সরকারি কারিগরি প্রশিক্ষন (টিটিসি) কেন্দ্রের অধ্যক্ষ ফাতেমা নারগিস, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের সাবেক অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান, মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম প্রমূখ উপস্থিত ছিলেন।

যৌনপল্লির এক কন্যা সন্তান (১৬) বলেন, আমরা সমাজে সবচেয়ে অবহেলিত। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে উদ্যোগটি গ্রহণ করা হয়েছে সত্যি ভালো। আমরা দশজনের মতো সমাজে মাঁথা উচুঁ করে বাঁচতে চাই। প্রশিক্ষণের মাধ্যমে নিজের কর্ম সংস্থানের ব্যবস্থা যাতে হয় সে জন্য সহযোগিতা কামনা করছি। যাদের কোন শিক্ষা সনদ নেই তাদের কি ব্যবস্থা জানা দরকার।

পল্লির আরেক সন্তান দশম শ্রেনীর এক স্কুল ছাত্র বলেন, আমাদের তো এখনো ১৮ বছর বয়স হয়নি। এক্ষেত্রে আমাদের জন্য কি ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা আছে। আমরা গাড়ির ড্রাইভিং শিখতে চাই। ড্রাইভিং শেখার পর বিদেশে যাওয়ার কোন ব্যবস্থা আছে কি না।

যৌনকর্মীদের নিজস্ব সংগঠন মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠির জন্য এ ধরনের উদ্বুদ্ধকরণ কর্মশালা খুবই জরুরি ছিল। উপজেলা প্রশাসনের এ ধরনের ব্যতিক্রর্মী উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবীদার। এ ক্ষেত্রে আমরা যারা প্রশিক্ষণ নিতে ইচ্ছুক তাদের জন্য বিভিন্ন অধিদপ্তর পরিদর্শনের ব্যবস্থা গ্রহণ করবো।

জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, সরকারিভাবে বিভিন্ন দপ্তর রয়েছে। যে সব দপ্তরের কর্মকান্ড সর্ম্পকে অনেকের অজানা। এছাড়া এ ধরনের পিছিয়ে পড়া জনগোষ্ঠি যাতে আর পিছিয়ে পড়তে না পারে এ জন্য তাদেরকে বিভিন্ন অধিপ্তরের মাধ্যমে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ নিয়ে স্বয়ং সম্পন্ন হতে পারে তার জন্য আমাদের আজকের এই চেষ্টা।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে ১৭ বছর পর প্রকাশ্যে জামায়াতের বিজয় দিবস পালন

রাজবাড়ীতে বৈদেশিক মুদ্রা ও গাঁজাসহ গ্রেপ্তার ২

গোয়ালন্দে মাদক বিরোধী ব‍্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গোয়ালন্দে ভিন্নভাবে বিজয় দিবস উদযাপন করল সানসাইন কলেজিয়েট স্কুল

রাজবাড়ীতে গাঁজাসহ ‍যুবক গ্রেপ্তার

ফরিদপুরে হাজেরা বিবি পৌষ মেলা ১৭ ডিসেম্বর থেকে শুরু

রাজবাড়ীতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা সহ নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত

শেখ হাসিনার পরিবার দূর্নীতিগ্রস্থ, কোনদিন ক্ষমতায় আসতে পারবে নাঃ আসাদুজ্জামান রিপন

ফরিদপুরে বিআরডিবি কর্মচারী ইউনিয়নের কর্মী সমাবেশ

ক্ষমতায় গেলে ইউনিয়ন পর্যায়ে কৃষকদের জন্য শস্যক্রয় কেন্দ্র খোলা হবে -রাজবাড়ীতে শহীদুল ইসলাম

স্কুলের ব্যবহারিক পরীক্ষা উপলক্ষে ২৫০ দুস্হ্য মানুষকে খাবার খাওয়ালো শিক্ষার্থীরা

গোয়ালন্দের উজানচর ইউনিয়ন পরিষদ পরিদর্শনে ইউএনডিপির প্রতিনিধি