মইন মৃধা, গোয়ালন্দঃ জমকালো আয়োজনের মধ্য দিয়ে ফরিদপুরে শেষ হয়েছে বাংলাদেশের বিখ্যাত এসিআই মটরস এর ইয়ামাহা এর উদ্যোগে FZS V3 বাইক এর কাষ্টমার মিট।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুরে পশ্চিম খাবাসপুরে অবস্থিত ইয়ামাহা শোরুম এর জান্নাত মটরস থেকে ৮০ টি FZS V3 বাইকে ১০৭ জন কাষ্টমারে সুসজ্জিত র্যালি নিয়ে কানাইপুরের এব্লুম কাফেটেরিয়ায় গিয়ে শেষ করে দুপুরে মধ্যহ্ন ভোজের মাধ্যমে অনুষ্টান সমাপ্তি ঘোষনা করা হয়। উক্ত অনুষ্ঠানটির সার্বিক সহযোগীতা ও তত্বাবধান করেছেন বিশ্ব বিখ্যাত এসিআই মটরস।
এসময় উপস্থিত ছিলেন, এসিআই মটরস এর সিনিয়র মার্কেটিং অফিসার মো. আশিকুল ইসলাম সহ YRC ফরিদপুরের এডমিন, মডারেটর ও অন্যন্যা সদস্যবৃন্দ।