Rajbarimail.com
ঢাকা, মঙ্গলবার , ১৬ সেপ্টেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী

দৌলতদিয়ায় ব্যাবসায়ীর অস্বাভাবিক মৃত্যু

রাজবাড়ী মেইল ডেস্ক
৪ সেপ্টেম্বর ২০২১, ১০:০৯ অপরাহ্ণ

Link Copied!

কামাল হোসেন ও ফিরোজ আহম্মেদ, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় আকষ্মিকভাবে এক ব্যাবসায়ীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার ভোর ৬ টার দিকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত ব্যাক্তি মাগুরা জেলার মহম্মদপুর থানার জাঙ্গালিয়া মুসল্লি পাড়ার খোকন বিশ্বাসের ছেলে রিপন বিশ্বাস (৪৫)। তিনি পেশায় একজন মুদি দোকান ব্যাবসায়ী।

মৃত রিপন বিশ্বাসের চাচাতো ভাই মনিরুল ইসলাম জানান, আমার ভাই এনাম মেডিকেল কলেজ হাসপাতালের গাড়ি চালক ছিলেন। করোনাকালীন সময়ে চাকরি ছেড়ে নিজ এলাকায় মুদি দোকান দেয়। গত শুক্রবার তিনি আমাকে সাথে নিয়ে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে একজনের সাথে দেখা করতে যান। দেখা শেষে আমরা মাগুরা বাড়ির উদ্দেশ্যে রওয়ানা করি। আমরা রাত ৩ টার দিকে দৌলতদিয়া ঘাটে এসে পৌছাই। সেখানে গাড়ির জন্য অপেক্ষায় থাকা কালীন ভাই (রিমন বিশ্বাস) আমাকে বসিয়ে রেখে বলেন আমি কিছুক্ষন পর আসছি। প্রায় ৩০ মিনিট পর তিনি এসে গাড়ি না পেয়ে আবার আমাকে রেখে চলে যান। পরে কিছুক্ষন পর এসে আমার কছে বসে বলেন ভালো লাগছে না। এই বলে সে মাটিতে লুটিয়ে পরেন। আমি তাঁকে ধরে হাসপাতালে নিয়ে আসি।এসময় কর্তব্যরত চিকিৎসক ইসিজি করার কথা বলেন। কিন্তু তার কিছুক্ষনের মধ্যেই তিনি মারা যান।

এদিকে মারা যাওয়ার খবর শুনে সকালেই তার বাবা, ভাইসহ স্ত্রী গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ছুটে আসেন। এবং মুচলেকা দিয়ে লাশ ময়নাতদন্ত ছাড়াই নিয়ে যেতে চান। তবে পুলিশ ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তর করেননি।

এদিকে গত শুক্রবার (৩ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে দৌলতদিয়া যৌনপল্লিতে দেলোয়ার হোসেন (৪৫) নামের এক ইল্টেক্ট্রনিক্স ব্যবসায়ী মারা যান। তিনি ওই দিন ভোররাতের দিকে দৌলতদিয়া যৌনপল্লির জোসনা নামের এক যৌনকর্মীর ঘরে প্রবেশ করে। তার আগে যৌন উত্তেজক ওষুদ সেবন করে। এতে তার উচ্চ রক্তচাপ দেখা যায়। যৌনকর্মী জোসনার ঘরে প্রবেশের পর অসুস্থ্য হয়ে পড়ে। পরে তাকে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন। সে ঢাকার ওয়ারী এলাকার ইল্টেক্ট্রনিক্স ব্যবসায়ী।

গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) মেনহাজ উদ্দিন জানান, গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধারের পর সুরতাল শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। তিনি কিভাবে মারা গিয়েছে তা নিশ্চিত হয়ে পরবর্তী ব্যাবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান। তবে স্ট্রোক করে মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ধারণা করছেন পুলিশ।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

নুরাল পাগলার দরবারে হামলায় গ্রেপ্তার আতঙ্কে ইমাম-মুয়াজ্জিন, আতঙ্কিত না হতে বললো পুলিশ

রাজবাড়ীতে দরবারে হামলায় নিহতের ঘটনায় আরও দুইজন গ্রেপ্তার, দেড় কোটি টাকার স্বর্ণালংকার চুরি

রাজবাড়ীর পাংশায় দুই আ.লীগ নেতা, চেয়ারম্যান গ্রেপ্তার

নুরাল পাগলার দরবারে হামলায় নিহত রাসেলের পরিবারের হত্যা মামলা দায়ের, গ্রেপ্তার আরও ৪জন

নুরাল পাগলার দরবারে হামলাঃ নিরপরাধ কাউকে হয়রানি বা গণগ্রেপ্তার করা হবে না

কালুখালীতে দুই বন্ধু মিলে মোটরসাইকেল নিয়ে রেস করছিল, সংঘর্ষে দুই বন্ধু নিহত

রাজবাড়ীতে প্রথম আলো জিপিএ-৫ কৃতী সংবর্ধনাঃ ‘তোমরা সেরা স্বীকৃতি অর্জন করেছ, তোমরাই দেশ সেরা হবে’

রাজবাড়ীতে নুরাল পাগলার দরবারে থম থমে অবস্থা, পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা

রাজবাড়ীতে নুরুল হক দরবারে হামলা, পুড়িয়ে দেওয়া হলো লাশ, নিহত ১, পুলিশসহ আহত অর্ধশত

কয়েক ফুট উঁচুতে নুরুল হকের কবর, সংবাদ সম্মেলনে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

রাজবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পৃথক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

গোয়ালন্দে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা