নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার দরবারে হামলা, ভাঙচুর ও রাসেল মোল্লা (২৭) নিহতের ঘটনায় দায়েরকৃত মামলায় পুলিশ আরও দুইজনকে গ্রেপ্তার করেছে। তাদেরকে গতকাল মঙ্গলবার দিবাগত গভীররাতে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে গ্রেপ্তার করে। এ নিয়ে এ মামলায় পুলিশ ৪জনকে গ্রেপ্তার করেছে। এছাড়া নগদ টাকাসহ প্রায় দেড় কোটি টাকার স্বর্ণালংকার চুরি হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো গোয়ালন্দ পৌরসভার ৭নং ওয়ার্ড কাজী পাড়ার কাজী আরিফের ছেলে শান্ত কাজী (১৯) ও ফরিদপুরের সালথা থানার ঘটরকান্দা গ্রামের আবুল হোসেনের ছেলে মোহাম্মদ আনিছুর রহমান (৩০)। এরমধ্যে শান্ত কাজীকে মঙ্গলবার রাত সোয়া দশটার দিকে নিজ এলাকা থেকে এবং আনিছুর রহমানকে রাত সোয়া ১১টার দিকে উপজেলার উজানচর ইউনিয়নের জামতলা হাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
এর আগে সোমবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নিহত রাসেল মোল্লার বাবা গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আজাদ মোল্লা বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় সাড়ে তিন হাজার থেকে চার হাজার জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে একটি মামলা (নং-৫) দায়ের করেন। মামলায় নুরাল পাগলের দরবারে হত্যাসহ অগ্নিসংযোগ, লাশ পোড়ানো, লুটপাট, ক্ষতিসাধণ এবং জখমের অভিযোগ আনা হয়েছে। রাসেল মোল্লা বাড়ি গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের পূর্ব তেনাপচা জটুমিস্ত্রি পাড়া গ্রামের আজাদ মোল্লার ছেলে।
পরে সোমবার রাতেই মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড় ঠাকুরকান্দি গ্রামের মাওলানা বাহাউদ্দীনের ছেলে মুফতি আব্দুল লতিফ (৩৫) ও গোয়ালন্দ পৌরসভার ৯নম্বর ওয়ার্ড আলম চৌধুরী পাড়ার বিল্লাল ম-লের ছেলে অভি ম-ল ওরফে রঞ্জু (২৯) নামের দুইজনকে গ্রেপ্তার করে। আব্দুল লতিফ গোয়ালন্দ পৌরসভার বাইতুল মোকাদ্দাস জামে মসজিদের ইমাম। মঙ্গলবার বিকেলে তাঁদের আদালতে তোলা হলে আব্দুল লতিফ হামলায় অংশ গ্রহণের কথা স্বীকার করে বলে পুলিশ জানায়।
এছাড়া পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) সেলিম মোল্লা বাদী হয়ে ৬ সেপ্টেম্বর থানায় একটি মামলা (নং-৩) দায়ের করেন। ওই মামলায় পুলিশ মঙ্গলবার রাত পর্যন্ত ১৬জনকে গ্রেপ্তার করেছে। দুটি মামলায় পুলিশ মঙ্গলবার গভীররাত পর্যন্ত মোট ২০জনকে গ্রেপ্তার করেছে।
মামলার বাদী আজাদ মোল্লা বলেন, শুক্রবার (৫ সেপ্টেম্বর) নুরুল হক ওরফে নুরাল পাগলার গোয়ালন্দ পাক দরবার শরীফে রাসেলসহ ভক্তরা অবস্থান করছিলেন। জুমার নামাজের পর গোয়ালন্দ বাজার আনসারক্লাবে ইমান-আকিদা রক্ষা কমিটি ও তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ সমাবেশ থেকে বেলা তিনটার দিকে অতর্কিতভাবে গোয়ালন্দ পাক দরবার শরীফে হামলা চালায়। ১৫ থেকে ২০জন দেয়াল টপকে দরবারের ভিতর প্রবেশ করে মেইন গেটের পাশে থাকা আমার ছেলে রাসেল মোল্লা (২৭), ভাতিজা রাহেলা আক্তার (৩৫) ও আমার ছোট ছেলে সাজ্জাদ মোল্লাকে (২০) এলোপাথারী কুপিয়ে, মারধর করে জখম করে। দরবারে থাকা অন্তত ৫০জন ভক্ত-মুরিদানকে বেধরক মারধর ও কুপিয়ে জখম করে। স্থানীয় লোকজন আমার ছেলে, ভাতিজাসহ অন্যদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানেও দ্বিতীয় দফা রাসেলকে মারধর করা হয়। মুমর্ষ অবস্থায় রাসেলকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করে।
আজাদ মোল্লা বলেন, অজ্ঞাত আসামীরা গোয়ালন্দ পাক দরবার শরীফে নারকীয় তা-ব চালিয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও মারধর করে এক কোটি পঞ্চাশ লাখ টাকার ক্ষতি সাধন করে। তাদের পরিবার জানায়, দরবার শরীফে ভক্তদের মিলাদ মাহফিলে দেওয়া জমাকৃত অন্তত ৪০ লক্ষাধিক টাকা, ৫০ লাখ টাকার স্বর্ণালংকার এবং ৫৫ লাখ টাকার মূল্যবান জিনিসপত্রসহ এক কোটি ৪৫ লাখ টাকার জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। বিকেল সাড়ে চারটার পর অজ্ঞাতপরিচয় ৭০০ থেকে ৮০০ অজ্ঞাত ব্যক্তি দরবারে ভিতর প্রবেশ করে পুনরায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ করে এবং কবর থেকে নুরাল পাগলার লাশ তুলে ঢাকা-খুলনা মহাসড়কে পুড়িয়ে দেয়।
গত শুক্রবার জুমার নামাজের পর বেলা তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দফায় দফায় নুরাল পাগলার গোয়ালন্দ পাক দরবার শরীফে হামলা চালায়। একটি উচ্ছৃঙ্খল দল নুরাল পাগলার লাশ কবর থেকে তুলে নিয়ে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দের পদ্মার মোড় এলাকায় পুড়িয়ে দেন। এর আগে উপজেলা ইমান-আকিদা রক্ষা কমিটির পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ চলাকালে উচ্ছৃঙ্খল বেশ কয়েকজন পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙ্চুর করে। এতে ১০ থেকে ১২জন পুলিশ সদস্যসহ অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। আহতদের মধ্যে রাসেল মোল্লা নামের এক ভক্ত নিহত হন।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, আজাদ মোল্লার দায়েরকৃত মামলায় মঙ্গলবার রাতে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে দুটি মামলায় মোট ২০জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। ভিডিও ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।