নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে আলোচিত নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে হামলার ঘটনায় নিহত রাসেল মোল্লার পরিবার গতকাল সোমবার রাতে গোয়ালন্দ ঘাট থানায় হত্যা মামলা করেছেন। নিহত রাসেলের বাবা সাবেক ইউপি সদস্য আজাদ মোল্লা বাদী হয়ে সাড়ে তিন থেকে সাড়ে চার হাজার জনকে অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে মামলা করেন। পুলিশ রাতেই অভিযান চালিয়ে হত্যা মামলায় দুইজনসহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. শরীফ আল রাজীব সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, নুরাল পাগলার দরবারের ভক্ত নিহত রাসেল মোল্লার বাবা আজাদ মোল্লা বাদী হয়ে সোমবার রাতে গোয়ালন্দ ঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় সাড়ে তিন থেকে চার হাজার জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়। মামলায় হত্যাসহ অগ্নিসংযোগ, লাশ পোড়ানো, চুরি, ক্ষতিসাধণ এবং জখমের অভিযোগ আনা হয়েছে। রাসেল মোল্লার বাড়ি গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের পূর্ব তেনাপচা ঝটুমিস্ত্রি পাড়া গ্রামে।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, এর আগে পুলিশের হাতে ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তারকৃত অপু কাজীর দেওয়া আদালেত ১৬৪ ধারায় জবানবন্দির আলোকে কবর থেকে লাশ তুলে পুড়ানোর ঘটনায় আব্দুল লতিফ নামের এক মসজিদের ইমামসহ কয়েকজনের সম্পৃক্ততা পাওয়া যায়। পরবর্তীতে সোমবার রাতে হত্যা মামলা দায়েরের পর রাতেই মানিকগঞ্জ জেলা সদর থেকে মাওলানা মো. আব্দুল লতিফ (৩৫) ও অভি ম-ল ওরফে রঞ্জু (২৯) নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভি মণ্ডল ওরফে রঞ্জু গোয়ালন্দ পৌরসভার ৯নম্বর ওয়ার্ড আলম চৌধুরী পাড়ার বিল্লাল মণ্ডলের ছেলে। আব্দুল লতিফ মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড় ঠাকুরকান্দি গ্রামের মাওলানা বাহাউদ্দীন এর ছেলে এবং গোয়ালন্দ পৌরসভার বাইতুল মোকাদ্দাস জামে মসজিদের ইমাম।
এছাড়া পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় সোমবার রাতে পুলিশ আরও দুইজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো ফরিদপুরের কোতয়ালী থানার ঈশান গোপালপুর ইউনিয়নের হাজী গনি শিকদার পাড়ার মজিবর শেখ এর ছেলে আসলাম শেখ (২৮) ও গোয়ালন্দ পৌরসভার কাজী পাড়ার জয়নাল শেখ এর ছেলে শহিদুল ইসলাম ওরফে বুদ্দু (৪৫)। পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় দুইজন এবং রাসেল হত্যাকাণ্ডে মামলায় দুইজন সহ চারজনকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় মঙ্গলবার সকাল পর্যন্ত মোট ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর আগে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় গত শুক্রবার রাতে মামলা দায়ের করেন গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) সেলিম মোল্লা। এতে তিনি তিন হাজার থেকে সাড়ে তিন হাজার অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে একটি মামলা করা করেন। তবে নুরাল পাগলার বাড়ি ও দরবারে হামলার ঘটনায় পরিবারের থেকে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।