সফিক মণ্ডল, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীতে তারুণ্যের উৎসব উপলক্ষে জাতীয় চ্যাম্পিয়নশীপ-২০২৫ ফুটল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে রাজবাড়ী জেলা স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের তত্ত্বাবধানে এ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।
ফুটবল এসোসিয়েশনের সভাপতি অধ্যক্ষ (অবঃ) এবিএম মঞ্জুরুল আলম দুলালের সভাপতিত্বে উদ্বোধনী খেলার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনওÑ মারিয়া হক, রাজবাড়ী জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা আমানুল্লাহ আহমেদ সহ শরিয়তপুর ও রাজবাড়ী জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তাবৃন্দ, খেলোয়ার সহ সহ¯্রাধিক দর্শক উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় রাজবাড়ী জেলা ফুটবল দল বনাম শরিয়তপুর জেলা ফুটবল দল একে-অপরের প্রতিদ্বন্দ্বীতা করে। নির্ধারিত সময়ের মধ্যে খেলা ১-১ গোলে সমতা নিয়ে দুদল মাঠ ছাড়ে। খেলায় ম্যাচ সেরা খেলোয়ার হিসেবে নির্বাচিত হয় শরিয়তপুর জেলা ফুটবল দলের গোলরক্ষক। আগামী ১৭ সেপ্টেম্বর শরিয়তপুর জেলা স্টেডিয়ামে দুদল বিজয়ী নির্ধারণ ম্যাচে একে-অপরের মোকাবেল করবে।