কামাল হোসেন ও ফিরোজ আহম্মেদ, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় আকষ্মিকভাবে এক ব্যাবসায়ীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার ভোর ৬ টার দিকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত ব্যাক্তি মাগুরা জেলার মহম্মদপুর থানার জাঙ্গালিয়া মুসল্লি পাড়ার খোকন বিশ্বাসের ছেলে রিপন বিশ্বাস (৪৫)। তিনি পেশায় একজন মুদি দোকান ব্যাবসায়ী।
মৃত রিপন বিশ্বাসের চাচাতো ভাই মনিরুল ইসলাম জানান, আমার ভাই এনাম মেডিকেল কলেজ হাসপাতালের গাড়ি চালক ছিলেন। করোনাকালীন সময়ে চাকরি ছেড়ে নিজ এলাকায় মুদি দোকান দেয়। গত শুক্রবার তিনি আমাকে সাথে নিয়ে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে একজনের সাথে দেখা করতে যান। দেখা শেষে আমরা মাগুরা বাড়ির উদ্দেশ্যে রওয়ানা করি। আমরা রাত ৩ টার দিকে দৌলতদিয়া ঘাটে এসে পৌছাই। সেখানে গাড়ির জন্য অপেক্ষায় থাকা কালীন ভাই (রিমন বিশ্বাস) আমাকে বসিয়ে রেখে বলেন আমি কিছুক্ষন পর আসছি। প্রায় ৩০ মিনিট পর তিনি এসে গাড়ি না পেয়ে আবার আমাকে রেখে চলে যান। পরে কিছুক্ষন পর এসে আমার কছে বসে বলেন ভালো লাগছে না। এই বলে সে মাটিতে লুটিয়ে পরেন। আমি তাঁকে ধরে হাসপাতালে নিয়ে আসি।এসময় কর্তব্যরত চিকিৎসক ইসিজি করার কথা বলেন। কিন্তু তার কিছুক্ষনের মধ্যেই তিনি মারা যান।
এদিকে মারা যাওয়ার খবর শুনে সকালেই তার বাবা, ভাইসহ স্ত্রী গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ছুটে আসেন। এবং মুচলেকা দিয়ে লাশ ময়নাতদন্ত ছাড়াই নিয়ে যেতে চান। তবে পুলিশ ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তর করেননি।
এদিকে গত শুক্রবার (৩ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে দৌলতদিয়া যৌনপল্লিতে দেলোয়ার হোসেন (৪৫) নামের এক ইল্টেক্ট্রনিক্স ব্যবসায়ী মারা যান। তিনি ওই দিন ভোররাতের দিকে দৌলতদিয়া যৌনপল্লির জোসনা নামের এক যৌনকর্মীর ঘরে প্রবেশ করে। তার আগে যৌন উত্তেজক ওষুদ সেবন করে। এতে তার উচ্চ রক্তচাপ দেখা যায়। যৌনকর্মী জোসনার ঘরে প্রবেশের পর অসুস্থ্য হয়ে পড়ে। পরে তাকে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন। সে ঢাকার ওয়ারী এলাকার ইল্টেক্ট্রনিক্স ব্যবসায়ী।
গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) মেনহাজ উদ্দিন জানান, গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধারের পর সুরতাল শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। তিনি কিভাবে মারা গিয়েছে তা নিশ্চিত হয়ে পরবর্তী ব্যাবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান। তবে স্ট্রোক করে মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ধারণা করছেন পুলিশ।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।