ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ রাজবাড়ীতে গাঁজাসহ মো. আলম শেখ (৪৫) নামে এক বাস যাত্রীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। সে পাংশা উপজেলার হাজরাপাড়া গ্রামের মো. মোকাই ওরফে মসুলেম শেখ এর ছেলে। পুলিশের দাবি সে মাদক ব্যবসায়ী।
রাজবাড়ী ডিবি পুলিশের ওসি প্রাণবন্ধু বিশ্বাস জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার সদস্যরা বুধবার বেলা এগারোটার দিকে সদর উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের মিজানপুর ইউনিয়নের বাগমারার সাগর ডাউল মিল এলাকায় অবস্থান নেয়। সে সময় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা নিউ রাজন নামে একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালায়। অভিযানকালে বাসের ৩, ৪ ও ৫ নং সিট নিয়ে বসে থাকা যাত্রী আলম শেখের পায়ের মাঝে রাখা একটি প্লাষ্টিকের ব্যাগ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করে। সেই সাথে তাকে আটক করে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা। তিনি জানান, এবিষয়ে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।