ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল আজ শনিবার সকালে অভিযান চালিয়ে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকা থেকে ১২৫ লিটার দেশীয় মদসহ এক তরুণকে গ্রেপ্তার করেছে। সেই সাথে মদ বহনকারী ব্যাটারী চালিত অটোরিক্সা জব্দ করেছে। এসব মদ গোয়ালন্দ বাজার দেশীয় মদের দোকান থেকে কিনে দৌলতদিয়া যৌনপল্লিতে বিক্রির জন্য নেওয়া হচ্ছিল।
গ্রেপ্তারকৃত তরুণ হলেন বাগের হাটের মোংলা উপজেলার তাহেরের মোড় এলাকার আহসান উল্লাহর ছেলে মো. ফাহাদ হোসেন (২০)। তার বিরুদ্ধে র্যাব বাদী হয়ে শনিবার দুপুরে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে।
বিকেলে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকালে গোয়ালন্দ বাজার থেকে দেশীয় চোলাই মদের একটি বড় চালান নিয়ে দৌলতদিয়া ঘাটের দিকে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব দলের সদস্যরা ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ঘাট সাইনবোর্ড এলাকার জামে মসজিদের সামনে অভিযান পরিচালনা করে। এসময় ব্যাটারী চালিত অটোরিক্সা সহ তরুন ফাহাদ হোসেনকে গ্রেপ্তার করে। এসময় ওই গাড়ি থেকে প্লাষ্টিকের দুটি বড় জারসহ ১১টি ৫লিটারের বোতলে মোট ১২৫ লিটার দেশীয় মদ জব্দ করে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত তরুন জানায়, এসব মদ গোয়ালন্দ বাজার দেশীয় মদের দোকান থেকে ক্রয় করে দৌলতদিয়া ঘাট যৌনপল্লি এলাকায় বিক্রির জন্য নেওয়া হচ্ছিল। পরে জব্দকৃত মদ ও অটোরিক্সা সহ গ্রেপ্তারকৃত তরুণকে গোয়ালন্দ ঘাট থানায় সোর্পদ করাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে র্যাব বাদী হয়ে মামলা দায়ের করে।