Rajbarimail.com
ঢাকা, মঙ্গলবার , ১৬ সেপ্টেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী

দীর্ঘ ৮ মাস পর চালু হলো দৌলতদিয়ার ৬ নম্বর ফেরি ঘাট

রাজবাড়ী মেইল ডেস্ক
৫ জুলাই ২০২১, ৯:১৩ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ করোনার সংক্রমণরোধে যানবাহনের চাপ কম থাকায় রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি সংখ্যা অর্ধেকে নেমেছে। ছোট-বড় মিলে মোট ১৬টি ফেরি থাকলেও চলাচল করছে ৯টি। এছাড়া দীর্ঘ ৮ মাস ধরে বন্ধ থাকা দৌলতদিয়ার ৬ নম্বর ফেরি ঘাট গতকাল রোববার বিকেলে চালু করা হয়েছে।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয় সূত্র জানায়, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ। এই নৌপথে রো রো ১০টি, ইউটিলিটি (ছোট) ৬টি এবং কেটাইপ রয়েছে ১টি। এরমধ্যে যান্ত্রিক ত্রুটির কারণে ২টি রো রো ফেরি ডকইয়ার্ডে পাঠানো হলেও ১টি ডকইয়ার্ড ছেড়ে এই নৌপথের জন্য রওয়ানা হয়েছে। মঙ্গলবার নাগাদ যুক্ত হওয়ার কথা| বাকি ১৫টির মধ্যে ৪টি রো রো, ৪টি ইউটিলিটি এবং ১টি কেটাইপ মিলে ৯ টি চলছে। অপর ৪টি রো রো এবং ২টি ইউটিলিটি ফেরি পাটুরিয়া ঘাটের ভাসমান কারখানা মধুমতিতে বসিয়ে রাখা হয়েছে।

এদিকে প্রায় ৮ মাস পর গতকাল রোববার থেকে দৌলতদিয়া ঘাটের বন্ধ থাকা ৬নম্বর ইউটিলিটি ঘাট চালু করা হয়েছে। গত বছরের শুষ্ক মৌসুমে পানির স্তর নিচে নেমে যাওয়ায় সেপ্টেম্বর মাসে ঘাটটি বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে নদী ভরাট হওয়ায় লোওয়াটার লেভেলের ঘাটটি তলিয়ে গেছে। এটি হাই ওয়াটার লেভেলের হওয়ায় রোববার (৪ জুলাই) থেকে চালু করা হয়েছে। বর্তমানে দৌলতদিয়ায় দুইটি রো রো, তিনটি ইউটিলিটি সহ ৫টি ঘাট চালু রয়েছে। তবে আরো একটি রো রো ঘাট বাড়ানো দরকার। একটি রো রো ঘাটের পন্টুন ক্ষতিগ্রস্ত হলে একটি ঘাট দিয়ে যানবাহন পারাপার সামাল দেওয়া দুস্কর হয়ে পরে।

এদিকে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত দৌলতদিয়া ফেরি ঘাট এলাকায় অপেক্ষা করে দেখা যায়, ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলা এলাকায় হালকা কিছু রিক্সা-ভ্যান ও কিছু অটোরিক্সা চলাচল করতে দেখা যায়। প্রতিটি ফেরি ঘাটে অপেক্ষমান ফেরিতে পণ্যবাহী গাড়ি, এ্যাম্বুলেন্স পারাপার হতে দেখা যায়। তবে অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (মেরিন) আব্দুস সাত্তার জানান, যানবাহনের চাপ না থাকায় ফেরি সংখ্যা কমিয়ে আনা হয়েছে। বর্তমানে ১৫টি ফেরির মধ্যে ছোট-বড় মিলে ৯টি চলছে। বাকি ৬টি পাটুরিয়ায় বসিয়ে রাখা হয়েছে। অপর দুটি ডকইয়ার্ডে রয়েছে। একটি আগামীকাল বহরে যুক্ত হতে পারে। যানবাহনের চাপ বাড়লে প্রয়োজনে ফেরি বাড়ানো হবে।

তিনি আরো বলেন, ঈদের আগে সবকটি ঘাট সচল রাখতে প্রায় ৮ মাস পর বন্ধ রাখা ৬ নম্বর ঘাটটি গতকাল রোববার বিকেল থেকে চালু করা হয়েছে। বর্তমানে দৌলতদিয়া প্রান্তে ৫টি এবং পাটুরিয়া প্রান্তে ৪টি ঘাট চালু রয়েছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

নুরাল পাগলার দরবারে হামলায় গ্রেপ্তার আতঙ্কে ইমাম-মুয়াজ্জিন, আতঙ্কিত না হতে বললো পুলিশ

রাজবাড়ীতে দরবারে হামলায় নিহতের ঘটনায় আরও দুইজন গ্রেপ্তার, দেড় কোটি টাকার স্বর্ণালংকার চুরি

রাজবাড়ীর পাংশায় দুই আ.লীগ নেতা, চেয়ারম্যান গ্রেপ্তার

নুরাল পাগলার দরবারে হামলায় নিহত রাসেলের পরিবারের হত্যা মামলা দায়ের, গ্রেপ্তার আরও ৪জন

নুরাল পাগলার দরবারে হামলাঃ নিরপরাধ কাউকে হয়রানি বা গণগ্রেপ্তার করা হবে না

কালুখালীতে দুই বন্ধু মিলে মোটরসাইকেল নিয়ে রেস করছিল, সংঘর্ষে দুই বন্ধু নিহত

রাজবাড়ীতে প্রথম আলো জিপিএ-৫ কৃতী সংবর্ধনাঃ ‘তোমরা সেরা স্বীকৃতি অর্জন করেছ, তোমরাই দেশ সেরা হবে’

রাজবাড়ীতে নুরাল পাগলার দরবারে থম থমে অবস্থা, পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা

রাজবাড়ীতে নুরুল হক দরবারে হামলা, পুড়িয়ে দেওয়া হলো লাশ, নিহত ১, পুলিশসহ আহত অর্ধশত

কয়েক ফুট উঁচুতে নুরুল হকের কবর, সংবাদ সম্মেলনে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

রাজবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পৃথক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

গোয়ালন্দে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা