নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ করোনার সংক্রমণরোধে যানবাহনের চাপ কম থাকায় রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি সংখ্যা অর্ধেকে নেমেছে। ছোট-বড় মিলে মোট ১৬টি ফেরি থাকলেও চলাচল করছে ৯টি। এছাড়া দীর্ঘ ৮ মাস ধরে বন্ধ থাকা দৌলতদিয়ার ৬ নম্বর ফেরি ঘাট গতকাল রোববার বিকেলে চালু করা হয়েছে।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয় সূত্র জানায়, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ। এই নৌপথে রো রো ১০টি, ইউটিলিটি (ছোট) ৬টি এবং কেটাইপ রয়েছে ১টি। এরমধ্যে যান্ত্রিক ত্রুটির কারণে ২টি রো রো ফেরি ডকইয়ার্ডে পাঠানো হলেও ১টি ডকইয়ার্ড ছেড়ে এই নৌপথের জন্য রওয়ানা হয়েছে। মঙ্গলবার নাগাদ যুক্ত হওয়ার কথা| বাকি ১৫টির মধ্যে ৪টি রো রো, ৪টি ইউটিলিটি এবং ১টি কেটাইপ মিলে ৯ টি চলছে। অপর ৪টি রো রো এবং ২টি ইউটিলিটি ফেরি পাটুরিয়া ঘাটের ভাসমান কারখানা মধুমতিতে বসিয়ে রাখা হয়েছে।
এদিকে প্রায় ৮ মাস পর গতকাল রোববার থেকে দৌলতদিয়া ঘাটের বন্ধ থাকা ৬নম্বর ইউটিলিটি ঘাট চালু করা হয়েছে। গত বছরের শুষ্ক মৌসুমে পানির স্তর নিচে নেমে যাওয়ায় সেপ্টেম্বর মাসে ঘাটটি বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে নদী ভরাট হওয়ায় লোওয়াটার লেভেলের ঘাটটি তলিয়ে গেছে। এটি হাই ওয়াটার লেভেলের হওয়ায় রোববার (৪ জুলাই) থেকে চালু করা হয়েছে। বর্তমানে দৌলতদিয়ায় দুইটি রো রো, তিনটি ইউটিলিটি সহ ৫টি ঘাট চালু রয়েছে। তবে আরো একটি রো রো ঘাট বাড়ানো দরকার। একটি রো রো ঘাটের পন্টুন ক্ষতিগ্রস্ত হলে একটি ঘাট দিয়ে যানবাহন পারাপার সামাল দেওয়া দুস্কর হয়ে পরে।
এদিকে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত দৌলতদিয়া ফেরি ঘাট এলাকায় অপেক্ষা করে দেখা যায়, ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলা এলাকায় হালকা কিছু রিক্সা-ভ্যান ও কিছু অটোরিক্সা চলাচল করতে দেখা যায়। প্রতিটি ফেরি ঘাটে অপেক্ষমান ফেরিতে পণ্যবাহী গাড়ি, এ্যাম্বুলেন্স পারাপার হতে দেখা যায়। তবে অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (মেরিন) আব্দুস সাত্তার জানান, যানবাহনের চাপ না থাকায় ফেরি সংখ্যা কমিয়ে আনা হয়েছে। বর্তমানে ১৫টি ফেরির মধ্যে ছোট-বড় মিলে ৯টি চলছে। বাকি ৬টি পাটুরিয়ায় বসিয়ে রাখা হয়েছে। অপর দুটি ডকইয়ার্ডে রয়েছে। একটি আগামীকাল বহরে যুক্ত হতে পারে। যানবাহনের চাপ বাড়লে প্রয়োজনে ফেরি বাড়ানো হবে।
তিনি আরো বলেন, ঈদের আগে সবকটি ঘাট সচল রাখতে প্রায় ৮ মাস পর বন্ধ রাখা ৬ নম্বর ঘাটটি গতকাল রোববার বিকেল থেকে চালু করা হয়েছে। বর্তমানে দৌলতদিয়া প্রান্তে ৫টি এবং পাটুরিয়া প্রান্তে ৪টি ঘাট চালু রয়েছে।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।