নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ বেকার যুবক, যুবতীদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে সরকারিভাবে স্বল্প সুদে ঋনের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা যুব উন্নয়ন দপ্তরের উদ্যোগে ২৩ জনের মাঝে ১১ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
মঙ্গলবার বেলা ১১টায় গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত যুবদের মাঝে ঋনের চেক বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক খান মামুন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী। অন্যান্যের মধ্যে মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল আহম্মেদ প্রমূখ।
সভায় যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল আহম্মেদ বলেন, বেকার যুবক, যুবতীদের আতœনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে সরকার অতি মাত্রায় স্বল্প সুদে (মাত্র ৫ শতাংশ হারে) ঋনের ব্যবস্থা করেছে। তারই আলোকে উপজেলার ২৩ জন বেকার যুবক ও যুবতীর মাঝে ১১ লাখ টাকার ঋন বিতরণ করা হয়। এসব বেকার যুবক, যুবতীরা হাঁস-মুরগি, গাভি লালন-পালন করে কেউ টেইলারের দোকান করে, মাছ চাষ করে জীবিকা নির্বাহ করবে। তিনি আরো জানান, গোয়ালন্দ উপজেলায় যুব উন্নয়ন অধিদপ্তরের স্বচ্ছ কর্মকান্ড এবং সফলতার সাথে সম্পন্ন করায় দেশের মধ্যে রাজবাড়ী জেলা সেরা হয়েছে।