০১:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

দৌলতদিয়া ঘাট এলাকা থেকে বালুভর্তি বাল্কহেড ও আনলোড ড্রেজার অপসারণ

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকা থেকে বালু ভর্তি সকল প্রকার বাল্কহেড এবং আনলোড ড্রেজার অপসারণ করা হয়েছে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত গোয়ালন্দ উপজেলা প্রশাসন এবং বিআইডব্লিউটিএ আরিচা কার্যালয় যৌথভাবে অভিযান চালিয়ে এসব অপসারণ করে।

সরেজমিন দেখা যায়, দৌলতদিয়া নবনির্মিত ৭নম্বর ফেরিঘাট এলাকায় ডজন খানেক বালুভর্তি বাল্কহেড আনলোডের অপেক্ষায় রয়েছে। বাল্কহেড থেকে বালু আনলোডের জন্য ঘাটে আরো ডজন খানেক আনলোড ডেজার (স্যালো ইঞ্জিন চালিত খনন যন্ত্র) রয়েছে।

ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের যোগসাজসে স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রভাবশালীরা বালুর ব্যবসা করছিল। নতুন নির্মিত ৭ ও ৫নম্বর ফেরি ঘাট সড়কের দুই পাশে এবং ঢাকা-খুলনা মহাসড়কের বিভিন্ন স্থানে চাতাল বানিয়ে স্তুপ করা বালু বিভিন্ন স্থানে বিক্রি করা হয়।
ভুক্তোভোগীরা জানান, চাতাল থেকে বালু লোড-আনলোডের সময় বাতাসে মিশে পথচারী সহ যানবাহনে প্রবেশ করে দুর্ভোগ বাড়ায়। ৭ নম্বর ঘাটের মাথায় সড়কের অনেক জায়গা দখল করে স্থানীয় ১নম্বর ওয়ার্ড সদস্য কাসেম খানের নেতৃত্বে বিশাল বালু মহাল তৈরী হয়েছে। এই চাতালের বালি আনলোডের সময় মাঝেমধ্যে ফেরি ঘাট সড়ক আটকে চলাচল বন্ধ হয়ে যানজট তৈরী হয়। এ নিয়ে গত বুধবার দেশের শীর্ষ দৈনিক এবং রাজবাড়ী জেলার জনপ্রিয় নিউজ পোর্টাল রাজবাড়ীমেইল ডটকম-এ প্রতিবেদন প্রকাশিত হয়।

বুধবার সন্ধ্যায় উপজেলা প্রশাসন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ইউপি সদস্য কাসেম খানকে ১৫ হাজার এবং আরেক চাতালের অংশিদার মালিক সোহেলকে ১০ হাজার টাকা জরিমানা করে। আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রফিকুল ইসলাম। এসময় আগামী শনিবারের মধ্যে সবাইকে বালু সরিয়ে নেওয়ার নির্দেশনা প্রদান করা হয়।

শনিবার সকাল থেকে উপজেলা প্রশাসন এবং বিআইডব্লিউটিএ ৭নম্বর ফেরি ঘাট থেকে শুরু করে লঞ্চ ঘাটের বিপরিত পাশে অভিযান পরিচালনা করে। এসব এলাকায় নদী পাড়ে অবস্থিত সকল বাল্কহেড এবং আনলোড ড্রেজার অপসারণ করা হয়। অভিযানকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক খান মামুন, সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম, বিআইডব্লিউটিএ আরিচা কার্যালয়ের উপপরিচালক এবং বন্দর ও পরিবহন কর্মকর্তা মোহা. মাসুদ পারভেজ, নৌ সংরক্ষন ও পরিচালনা বিভাগের সহকারী পরিচালক এনামুল হক, উপসহকারী প্রকৌশলী মোকবুল হোসেন, সমন্বয় কর্মকর্তা বেলায়েত হোসেন ও থানা পুলিশ উপস্থিত ছিলেন।

ইউএনও আজিজুল হক খান মামুন বলেন, ফেরি ঘাট আধুনিকায়নে প্রায় ৭৫০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। খুব শীঘ্রই কাজ শুরু হচ্ছে। তার অংশ হিসেবে অভিযান শুরু হয়েছে। দৌলতদিয়া ফেরি ঘাটের ভাটিতে ২ কিলোমিটার এবং উজানে ৪ কিলোমিটার এলাকায় উন্নয়ন কাজ হবে। ৬ কিলোমিটারের মধ্যে যত প্রকার বাল্কহেড সহ অবৈধ স্থাপনা থাকবে সব অপসারণ করা হবে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

পুলিশ পরিচয়ে গাড়ি তল্লাশি করে যাত্রীদের মালামাল ছিনিয়ে নিত তারা

দৌলতদিয়া ঘাট এলাকা থেকে বালুভর্তি বাল্কহেড ও আনলোড ড্রেজার অপসারণ

পোস্ট হয়েছেঃ ১০:২০:০১ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকা থেকে বালু ভর্তি সকল প্রকার বাল্কহেড এবং আনলোড ড্রেজার অপসারণ করা হয়েছে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত গোয়ালন্দ উপজেলা প্রশাসন এবং বিআইডব্লিউটিএ আরিচা কার্যালয় যৌথভাবে অভিযান চালিয়ে এসব অপসারণ করে।

সরেজমিন দেখা যায়, দৌলতদিয়া নবনির্মিত ৭নম্বর ফেরিঘাট এলাকায় ডজন খানেক বালুভর্তি বাল্কহেড আনলোডের অপেক্ষায় রয়েছে। বাল্কহেড থেকে বালু আনলোডের জন্য ঘাটে আরো ডজন খানেক আনলোড ডেজার (স্যালো ইঞ্জিন চালিত খনন যন্ত্র) রয়েছে।

ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের যোগসাজসে স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রভাবশালীরা বালুর ব্যবসা করছিল। নতুন নির্মিত ৭ ও ৫নম্বর ফেরি ঘাট সড়কের দুই পাশে এবং ঢাকা-খুলনা মহাসড়কের বিভিন্ন স্থানে চাতাল বানিয়ে স্তুপ করা বালু বিভিন্ন স্থানে বিক্রি করা হয়।
ভুক্তোভোগীরা জানান, চাতাল থেকে বালু লোড-আনলোডের সময় বাতাসে মিশে পথচারী সহ যানবাহনে প্রবেশ করে দুর্ভোগ বাড়ায়। ৭ নম্বর ঘাটের মাথায় সড়কের অনেক জায়গা দখল করে স্থানীয় ১নম্বর ওয়ার্ড সদস্য কাসেম খানের নেতৃত্বে বিশাল বালু মহাল তৈরী হয়েছে। এই চাতালের বালি আনলোডের সময় মাঝেমধ্যে ফেরি ঘাট সড়ক আটকে চলাচল বন্ধ হয়ে যানজট তৈরী হয়। এ নিয়ে গত বুধবার দেশের শীর্ষ দৈনিক এবং রাজবাড়ী জেলার জনপ্রিয় নিউজ পোর্টাল রাজবাড়ীমেইল ডটকম-এ প্রতিবেদন প্রকাশিত হয়।

বুধবার সন্ধ্যায় উপজেলা প্রশাসন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ইউপি সদস্য কাসেম খানকে ১৫ হাজার এবং আরেক চাতালের অংশিদার মালিক সোহেলকে ১০ হাজার টাকা জরিমানা করে। আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রফিকুল ইসলাম। এসময় আগামী শনিবারের মধ্যে সবাইকে বালু সরিয়ে নেওয়ার নির্দেশনা প্রদান করা হয়।

শনিবার সকাল থেকে উপজেলা প্রশাসন এবং বিআইডব্লিউটিএ ৭নম্বর ফেরি ঘাট থেকে শুরু করে লঞ্চ ঘাটের বিপরিত পাশে অভিযান পরিচালনা করে। এসব এলাকায় নদী পাড়ে অবস্থিত সকল বাল্কহেড এবং আনলোড ড্রেজার অপসারণ করা হয়। অভিযানকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক খান মামুন, সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম, বিআইডব্লিউটিএ আরিচা কার্যালয়ের উপপরিচালক এবং বন্দর ও পরিবহন কর্মকর্তা মোহা. মাসুদ পারভেজ, নৌ সংরক্ষন ও পরিচালনা বিভাগের সহকারী পরিচালক এনামুল হক, উপসহকারী প্রকৌশলী মোকবুল হোসেন, সমন্বয় কর্মকর্তা বেলায়েত হোসেন ও থানা পুলিশ উপস্থিত ছিলেন।

ইউএনও আজিজুল হক খান মামুন বলেন, ফেরি ঘাট আধুনিকায়নে প্রায় ৭৫০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। খুব শীঘ্রই কাজ শুরু হচ্ছে। তার অংশ হিসেবে অভিযান শুরু হয়েছে। দৌলতদিয়া ফেরি ঘাটের ভাটিতে ২ কিলোমিটার এবং উজানে ৪ কিলোমিটার এলাকায় উন্নয়ন কাজ হবে। ৬ কিলোমিটারের মধ্যে যত প্রকার বাল্কহেড সহ অবৈধ স্থাপনা থাকবে সব অপসারণ করা হবে।