Rajbarimail.com
ঢাকা, শনিবার , ২১ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ভাঙ্গন, বিআইডব্লিউটিএর চেয়ারম্যানের পরির্দশন

রাজবাড়ী মেইল ডেস্ক
৫ জুন ২০২১, ১০:৩৫ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট দিয়ে প্রতিদিন কয়েক হাজার যানবাহন ও যাত্রী পারাপার হয়। প্রতি বছর ভরা বর্ষায় ভাঙন দেখা দিলে ঘাট দিয়ে যাতায়াতে মারাত্মকভাবে ব্যাহত হয়। এ বছর বর্ষার আগেই ভাঙন দেখা দেওয়ায় কর্তৃপক্ষ আতঙ্কে রয়েছে। পরিস্থিতি দেখতে শুক্রবার বিকেলে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান পরিদর্শনে আসেন।
দৌলতদিয়ায় দেখা যায়, ঘাট রক্ষায় বিআইডব্লিউটিএ বালুভর্তি বস্তা ফেলেছে। কয়েক দিনের বৃষ্টিতে অনেক স্থানে ওই বস্তা ধ্বসে পড়ছে। নবনির্মিত ৭নম্বর ইউটিলিটি ফেরি ঘাটের দুই পাশের কাঁচা মাটি ধ্বসে পড়ছে। বিশেষ করে ভারি বৃষ্টিতে প্রায় ১০০ মিটার এলাকায় ভাঙন বেশি দেখা দিয়েছে। এর মধ্যে যানবাহন ফেরিতে ওঠানামা করছে। স্থানীয় ছাত্তার মেম্বার পাড়ায় ভাঙন দেখা দিয়েছে। ভাঙন বাড়লে ঘাটসহ সম্পূর্ণ এলাকা ঝুঁকিতে পড়বে। তিন বছর আগে বিলীন ১নম্বর ঘাট এখন চালু হয়নি। এছাড়া পদ্মার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ফেরির পন্টুনের র‌্যাম তলিয়ে যাওয়ায় সেটি রেকারের সাহায্যে উপরের তোলার কাজ চলছে।
স্থানীয় ইউপি সদস্য কাসেম খান বলেন, বর্ষা মৌসুমের শুরুতে বৃষ্টি হওয়ায় ভাঙন দেখা দিয়েছে। বৃষ্টির সাথে বাতাস বেশি হলে ভাঙন বাড়তে থাকে। আপাতত কম হলেও বর্ষার পানির সাথে ভাঙন আরো বাড়ার আশঙ্কা রয়েছে। ভাঙন প্রতিরোধে কর্তৃপক্ষের দ্রুত উদ্যোগ গ্রহনের দাবী জানান।

দৌলতদিয়ার ৫নম্বর ঘাট এলাকায় পানিতে র‌্যাম তলিয়ে যাওয়ায় রেকারের সাহায্যে টেনে ওপরে তোলা হচ্ছে। শনিবার সকালে তোলা। ছবিঃ- রাজবাড়ী মেইল


শুক্রবার বিকেলে ফেরিঘাট এলাকা পরিদর্শন করে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, সংস্থাটির সদস্য পরিকল্পনা ও যুগ্মসচিব মো. দেলোয়ার হোসেন, প্রধান প্রকৌশলী মো. মহিদুল ইসলাম, পরিচালক (বন্দর) মো. ওয়াকিল নেওয়াজ, নির্বাহী প্রকৌশলী নিজাম উদ্দীন পাঠান প্রমূখ।
ভাঙন পরিস্থিতি দেখে স্থানীয়দের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান। বিআইডব্লিউটিএর আরিচা কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী নিজাম উদ্দীন পাঠানকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশনা প্রদান করেন।
নিজাম উদ্দীন পাঠান বলেন,লঞ্চ ঘাট থেকে ৭নম্বর ফেরি ঘাটের দূরত্ব ১৭০০ মিটার বা দেড় কিলোমিটারের বেশি। এরমধ্যে লঞ্চঘাটসহ ২, ৩, ৪, ৫ ও ৭নম্বর ঘাট চালু রয়েছে। কয়েক দিনের বৃষ্টিতে ভাঙন বাড়ায় জরুরী মেরামতের অংশ হিসেবে ৪ ও ৫নম্বর ঘাট অংশে ২১ মে থেকে বালুভর্তি জিওব্যাগ ফেলা শুরু হয়। ৭নম্বর ঘাট এলাকায় ভাঙন বেশি দেখা দিলে শুক্রবার থেকে জিওব্যাগ ফেলা শুরু হয়েছে।
তিনি বলেন, গত বছর ৭নম্বর ঘাট তৈরী করে। প্রায় ২৯ লাখ টাকার দরপত্র প্রদানের মাধ্যমে ঘাটটি প্রস্তুত করে এক সপ্তাহ আগে চালু হয়। লঞ্চ ঘাট থেকে ৭নম্বর ঘাট পর্যন্ত ভাঙন প্রতিরোধের ব্যবস্থা নিতে চেয়ারম্যানকে লিখিতভাবে জানিয়েছি।
গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা মুন্সী বলেন, দৌলতদিয়া ঘাট থেকে দেবগ্রাম পর্যন্ত ভাঙ্গন প্রতিরোধে সম্প্রতি পানি সম্পদ প্রতিমন্ত্রীর সাথে স্বাক্ষাত করে দ্রুত নদী শাসনের দাবী জানিয়েছি। জরুরী ভিত্তিতে নদী শাষনের কাজ শুরু করতে না পারলে এবারও ভাঙনে অনেক অংশ বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে বলে তিনি জানান।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে ১৭ বছর পর প্রকাশ্যে জামায়াতের বিজয় দিবস পালন

রাজবাড়ীতে বৈদেশিক মুদ্রা ও গাঁজাসহ গ্রেপ্তার ২

গোয়ালন্দে মাদক বিরোধী ব‍্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গোয়ালন্দে ভিন্নভাবে বিজয় দিবস উদযাপন করল সানসাইন কলেজিয়েট স্কুল

রাজবাড়ীতে গাঁজাসহ ‍যুবক গ্রেপ্তার

ফরিদপুরে হাজেরা বিবি পৌষ মেলা ১৭ ডিসেম্বর থেকে শুরু

রাজবাড়ীতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা সহ নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত

শেখ হাসিনার পরিবার দূর্নীতিগ্রস্থ, কোনদিন ক্ষমতায় আসতে পারবে নাঃ আসাদুজ্জামান রিপন

ফরিদপুরে বিআরডিবি কর্মচারী ইউনিয়নের কর্মী সমাবেশ

ক্ষমতায় গেলে ইউনিয়ন পর্যায়ে কৃষকদের জন্য শস্যক্রয় কেন্দ্র খোলা হবে -রাজবাড়ীতে শহীদুল ইসলাম

স্কুলের ব্যবহারিক পরীক্ষা উপলক্ষে ২৫০ দুস্হ্য মানুষকে খাবার খাওয়ালো শিক্ষার্থীরা

গোয়ালন্দের উজানচর ইউনিয়ন পরিষদ পরিদর্শনে ইউএনডিপির প্রতিনিধি