• ঢাকা
  • শুক্রবার, ৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪ জুন, ২০২১
সর্বশেষ আপডেট : ৪ জুন, ২০২১

রাজবাড়ী জেলা আ:লীগের সিনিয়র সহ-সভাপতি শেখ আব্দুস সোবহান আর নেই

অনলাইন ডেস্ক

রাজবাড়ীমেইল ডেস্কঃ রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ডাঃ শেখ আব্দুস সোবহান (৭৭) শুক্রবার সকাল ৭টার দিকে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্না এলাহী রাজেউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও ১ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং রাজনৈতিক সহকর্মীদের রেখে গেছেন।

শুক্রবার বিকাল ৪টার দিকে রাজবাড়ী জেলা আওয়ামীলীগ কার্যালয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। তার মরদেহে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, সহসভাপতি আকবর আলী মর্জি, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমাসহ জেলা আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনের নেতা কর্মীরা। পরে তার মরদেহ শহরের ভবানীপুর ফুড অফিস এলাকার বাস ভবনে নিয়ে যাওয়া হয়। পরে বাদ আছর শহরের শহীদ খুশি রেলওয়ে ময়দানে জানাজা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

আরও পড়ুন

  • আজকের রাজবাড়ী এর আরও খবর