Rajbarimail.com
ঢাকা, বুধবার , ১৭ সেপ্টেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী

দৌলতদিয়া ফেরি ঘাটে নদী পারাপারের অপেক্ষায় থাকা মানুষের ভিড় অব্যাহত

রাজবাড়ী মেইল ডেস্ক
২৯ এপ্রিল ২০২১, ১০:৩৫ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় প্রতিনিয়ত মানুষের ভিড় অব্যাহত রয়েছে। ঢাকামুখী মানুষ যেমন নদী পাড়ি দিতে দৌলতদিয়ায় ভিড় করছে। পাশাপাশি রাজধানী ছেড়ে আসা দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী মানুষ নদী পাড়ি দিয়ে এসে ভিড় করছে। তবে যানবাহনের বাড়তি ভাড়ার কারনে বাড়তি দুর্ভোগের শিকার হচ্ছেন এসব মানুষ। বৃহস্পতিবার দৌলতদিয়া ঘাট এলাকায় এমনই চিত্র দেখা যায়।

দৌলতদিয়া ঘাটে দেখা যায়, ৩ ও ৪নম্বর ঘাট দিয়ে ছোট ফেরিগুলোতে ব্যক্তিগত গাড়ির সাথে সাধারণ যাত্রীরা আসা যাওয়া করছে। ৩ নম্বর ঘাটে নদী পাড়ি দিয়ে আসা ছোট ফেরি চন্দ্র মল্লিকায় করে নদী পাড়ি দিয়ে আসা ফরিদপুরের মধুখালীর বাড়ি যাচ্ছিলেন কৌশিক আহম্মেদ। তিনি বলেন, কাঁচা মালের ব্যবসা করি বলে রাতে ট্রাকে ঢাকায় গিয়েছিলাম। রাতে আরো কিছু কাজ থাকায় সকালে ভেঙ্গে ভেঙ্গে মানিকগঞ্জের পাটুরিয়ায় আসি। নদী পাড়ি দিয়ে এখন পড়েছি বিপাকে। অন্য কোন যান না থাকায় ব্যাটারি চালিত অটোরিক্সায় করে অন্যান্য যাত্রীদের সাথে ২০০ টাকা করে ভাড়া দিয়ে রওয়ানা করছি। মধুখালি পৌছতে তাতে দুই ঘন্টার মতো লাগবে। কিছু করার নাই, যেতে হবেই। অথচ স্বাভাবিক সময় মধুখালি থেকে দৌলতদিয়া ঘাটে আসতে সর্বোচ্চ ৫০ টাকা খরচ হতো।

এভাবে ঝিনাইদহ থেকে গাজীপুর যাচ্ছিলেন সাইফুল ইসলাম ও তার ছোট ভাই। দুইজনই গাজীপুরের একটি বেসরকারী প্রতিষ্ঠানে কাজ করেন। করোনায় লকডাউনের কারণে কর্তৃপক্ষকে অবগত করলেও লকডাউন অনেকটা শীথিল হওয়ায় অফিসে যেতে বলেছেন। করোনার ঝুকি এড়াতে বাধ্য হয়ে মোটরসাইকেলে ৮০০ টাকা দিয়ে রিজার্ভ করে দৌলতদিয়ায় এসে পৌছেছি। এখন নদী পাড়ি দিয়ে কিভাবে যাব সেই চিন্তা করছি। পারলে পাটুরিয়া থেকে মোটরসাইকেল বা ব্যক্তিগত গাড়ি রিজার্ভ করে যাব। না পারলে বাধ্য হয়ে বিকল্প যানবাহনে পৌছতে হবে। চাকুরী তো আগে রক্ষা করতে হবে। করোনায় আমাদের বিপদের পর বিপদ ফেলে দিয়েছে। একদিকে রোজগারের পথ অনেকটা বন্ধের উপক্রম। অন্যদিকে ব্যায় বেড়েছে কয়েকগুন।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক খোরশেদ আলম বলেন, লকডাউন কিছুটা শীথিল হওয়ায় যাত্রী পারাপার অনেক বেড়ে গেছে। বিশেষ করে প্রতিদিন সকালের দিকে ফেরিতে ব্যক্তিগত গাড়ির সাথে যাত্রীর চাপ থাকছে। ঢাকামুখী মানুষের চাপ থাকছে বেশি। বিপরিত দিকে ঢাকা ছেড়ে আসা মানুষের ভিড়ও কম না।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

নুরাল পাগলার দরবারে হামলায় গ্রেপ্তার আতঙ্কে ইমাম-মুয়াজ্জিন, আতঙ্কিত না হতে বললো পুলিশ

রাজবাড়ীতে দরবারে হামলায় নিহতের ঘটনায় আরও দুইজন গ্রেপ্তার, দেড় কোটি টাকার স্বর্ণালংকার চুরি

রাজবাড়ীর পাংশায় দুই আ.লীগ নেতা, চেয়ারম্যান গ্রেপ্তার

নুরাল পাগলার দরবারে হামলায় নিহত রাসেলের পরিবারের হত্যা মামলা দায়ের, গ্রেপ্তার আরও ৪জন

নুরাল পাগলার দরবারে হামলাঃ নিরপরাধ কাউকে হয়রানি বা গণগ্রেপ্তার করা হবে না

কালুখালীতে দুই বন্ধু মিলে মোটরসাইকেল নিয়ে রেস করছিল, সংঘর্ষে দুই বন্ধু নিহত

রাজবাড়ীতে প্রথম আলো জিপিএ-৫ কৃতী সংবর্ধনাঃ ‘তোমরা সেরা স্বীকৃতি অর্জন করেছ, তোমরাই দেশ সেরা হবে’

রাজবাড়ীতে নুরাল পাগলার দরবারে থম থমে অবস্থা, পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা

রাজবাড়ীতে নুরুল হক দরবারে হামলা, পুড়িয়ে দেওয়া হলো লাশ, নিহত ১, পুলিশসহ আহত অর্ধশত

কয়েক ফুট উঁচুতে নুরুল হকের কবর, সংবাদ সম্মেলনে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

রাজবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পৃথক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

গোয়ালন্দে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা