Rajbarimail.com
ঢাকা, মঙ্গলবার , ১ জুলাই ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী

দৌলতদিয়া ফেরি ঘাটে নদী পারাপারের অপেক্ষায় থাকা মানুষের ভিড় অব্যাহত

রাজবাড়ী মেইল ডেস্ক
২৯ এপ্রিল ২০২১, ১০:৩৫ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় প্রতিনিয়ত মানুষের ভিড় অব্যাহত রয়েছে। ঢাকামুখী মানুষ যেমন নদী পাড়ি দিতে দৌলতদিয়ায় ভিড় করছে। পাশাপাশি রাজধানী ছেড়ে আসা দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী মানুষ নদী পাড়ি দিয়ে এসে ভিড় করছে। তবে যানবাহনের বাড়তি ভাড়ার কারনে বাড়তি দুর্ভোগের শিকার হচ্ছেন এসব মানুষ। বৃহস্পতিবার দৌলতদিয়া ঘাট এলাকায় এমনই চিত্র দেখা যায়।

দৌলতদিয়া ঘাটে দেখা যায়, ৩ ও ৪নম্বর ঘাট দিয়ে ছোট ফেরিগুলোতে ব্যক্তিগত গাড়ির সাথে সাধারণ যাত্রীরা আসা যাওয়া করছে। ৩ নম্বর ঘাটে নদী পাড়ি দিয়ে আসা ছোট ফেরি চন্দ্র মল্লিকায় করে নদী পাড়ি দিয়ে আসা ফরিদপুরের মধুখালীর বাড়ি যাচ্ছিলেন কৌশিক আহম্মেদ। তিনি বলেন, কাঁচা মালের ব্যবসা করি বলে রাতে ট্রাকে ঢাকায় গিয়েছিলাম। রাতে আরো কিছু কাজ থাকায় সকালে ভেঙ্গে ভেঙ্গে মানিকগঞ্জের পাটুরিয়ায় আসি। নদী পাড়ি দিয়ে এখন পড়েছি বিপাকে। অন্য কোন যান না থাকায় ব্যাটারি চালিত অটোরিক্সায় করে অন্যান্য যাত্রীদের সাথে ২০০ টাকা করে ভাড়া দিয়ে রওয়ানা করছি। মধুখালি পৌছতে তাতে দুই ঘন্টার মতো লাগবে। কিছু করার নাই, যেতে হবেই। অথচ স্বাভাবিক সময় মধুখালি থেকে দৌলতদিয়া ঘাটে আসতে সর্বোচ্চ ৫০ টাকা খরচ হতো।

এভাবে ঝিনাইদহ থেকে গাজীপুর যাচ্ছিলেন সাইফুল ইসলাম ও তার ছোট ভাই। দুইজনই গাজীপুরের একটি বেসরকারী প্রতিষ্ঠানে কাজ করেন। করোনায় লকডাউনের কারণে কর্তৃপক্ষকে অবগত করলেও লকডাউন অনেকটা শীথিল হওয়ায় অফিসে যেতে বলেছেন। করোনার ঝুকি এড়াতে বাধ্য হয়ে মোটরসাইকেলে ৮০০ টাকা দিয়ে রিজার্ভ করে দৌলতদিয়ায় এসে পৌছেছি। এখন নদী পাড়ি দিয়ে কিভাবে যাব সেই চিন্তা করছি। পারলে পাটুরিয়া থেকে মোটরসাইকেল বা ব্যক্তিগত গাড়ি রিজার্ভ করে যাব। না পারলে বাধ্য হয়ে বিকল্প যানবাহনে পৌছতে হবে। চাকুরী তো আগে রক্ষা করতে হবে। করোনায় আমাদের বিপদের পর বিপদ ফেলে দিয়েছে। একদিকে রোজগারের পথ অনেকটা বন্ধের উপক্রম। অন্যদিকে ব্যায় বেড়েছে কয়েকগুন।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক খোরশেদ আলম বলেন, লকডাউন কিছুটা শীথিল হওয়ায় যাত্রী পারাপার অনেক বেড়ে গেছে। বিশেষ করে প্রতিদিন সকালের দিকে ফেরিতে ব্যক্তিগত গাড়ির সাথে যাত্রীর চাপ থাকছে। ঢাকামুখী মানুষের চাপ থাকছে বেশি। বিপরিত দিকে ঢাকা ছেড়ে আসা মানুষের ভিড়ও কম না।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাংশা উপজেলা বিএনপি সভাপতিকে অব্যাহতি

জুয়ার টাকার ভাগাভাগি নিয়ে কুপিয়ে হত্যা করা হয় নজরুলকে

পাংশায় অবৈধ ও অস্বাস্থ্যকর পরিবেশে গুড় তৈরির অভিযোগে কারখানা মালিককে লাখ টাকা জরিমানা

রাজবাড়ীতে ভোক্তা অধিকার সংরক্ষণ কর্মকর্তাকে মারধরের অভিযোগ, বিএনপির ৬ নেতাকর্মী গ্রেপ্তার

দৌলতদিয়ায় যৌনকর্মীকে হত্যার পর ওয়ার্ডরোবে রেখে পালালো খুনি

গোয়ালন্দে রিক্সাচালক ও শ্রমিকদের মাঝে রেইনকোট বিতরণ

রাজবাড়ীতে শিক্ষার্থীদের আন্দোলনে হামলার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

রাজবাড়ীতে ৬ দফা দাবি স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

গোয়ালন্দে পৌর কর পরিষদ না করায় ক্রোকী পরোয়ানা নোটিশ পেলেন বাড়িওয়ালা

পাংশায় পাইপগানসহ ছিনতাই মামলার আসামি গ্রেপ্তার

রাজবাড়ীতে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

রাজবাড়ীতে পদ্মা নদীর তিন ইলিশ বিক্রি হলো ২৪ হাজারে