Rajbarimail.com
ঢাকা, রবিবার , ২২ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ

চির নিদ্রায় শায়িত হলেন রাজবাড়ী জেলা জাকের পার্টির নেতা ডাবলু মোল্লা

রাজবাড়ী মেইল ডেস্ক
২০ এপ্রিল ২০২১, ৪:২৯ অপরাহ্ণ

Link Copied!

ফিরোজ আহম্মেদ, গোয়ালন্দঃ রাজবাড়ীর সদর উপজেলার খানখানাপুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের চর ধোপাখালি (মকবুলের দোকান) গ্রামের মৃত মোশাররফ আলী মোল্লার মেঝ ছেলে আলী জাকির শমশেরী ডাবলু মোল্লা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহী ওয়া ইন্না ইলাইহের রাজিউন)। তিনি ৪ ভাই ৪ বোনের মধ্যে ছিলেন দ্বিতীয়। মৃত্যু কালে তিনি স্ত্রী, ৩ ছেলে ২ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

সোমবার (১৯ এপ্রিল) রাত আনুমানিক দেড়টার দিকে ফরিদপুর ডায়াবেটিস এসোসিয়েশন মেডিকেল কলেজ হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন তিনি । মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭০ বছর। তিনি যশোর নওয়াপাড়া ডিগ্রি কলেজ থেকে ১৯৭৪ সালে ডিগ্রি পাস করে সি আই ডি অফিসার পদে চাকরি করেন। ডাবলু মোল্লা একজন দক্ষ রাজনীতিবিদ ও সংগঠক ছিলেন। রাজনৈতিক জীবনে প্রথমে বাম দলের সাথে জরিত থাকলেও পরবর্তীতে জাকের পার্টি সাথে সম্পৃক্ত হন। তিনি রাজবাড়ী জেলা জাকের পার্টির সাবেক সভাপতি হিসেবে দীর্ঘদিন দ্বায়িত্ব পালন করেছেন। সেই সাথে তিনি জাকের পার্টি ফরিদপুর সাংগঠনিক বিভাগেরও গুরুত্বপূর্ণ পদে ছিলেন। তিনি রাজবাড়ী জেলা জাকের পার্টিকে করেছিলেন সুসংগঠিত ও শক্তিশালী। জাকের পার্টি থেকে ২০০১ইং সালের সংসদ নির্বাচনে গোলাপ ফুল নিয়ে আওয়ামী লীগ ও বিনপি প্রার্থীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। পরবর্তীতে তিনি বিশ্ব জাকের মঞ্জিল কর্মী গ্রুপের কর্মী প্রধান হিসেবে রাজবাড়ী জেলার দ্বায়িত্ব পান। সংগঠনের স্বার্থে রাজবাড়ী জেলার প্রত্যেকটা অঞ্চলে ছিল তার অবাধ বিচরন। তিনি যখন যে দ্বায়িত্ব পেয়েছেন দক্ষতার সাথে তা পালন করেছেন। তিনি একজন দক্ষ রাজনীতিবিদ ও সংগঠক হিসেবে রাজবাড়ী জেলা বাসীর কাছে পরিচিত।

বর্ষীয়ান এই নেতার ১ম নামাজে জানাযা মঙ্গলবার বেলা ২.২৫ মিনিটে তাঁর নিজ বাড়ীতে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় নামাজে জানাযা বেলা ২.৫৫ মিনিটে স্থানীয় মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়। তাঁর মৃত্যুতে পরিবার সহ গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। তাঁর জানাযা নামাজে উপস্থিত হয়ে গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা মুন্সি বলেন, আলী জাকির শমশেরী ডাবলু মোল্লা ছিলেন তুখোড় রাজনীতিবিদ। যদি তিনি আওয়ামী লীগ বা বিনপির রাজনীতি করতেন তাহলে তার পরিচিতি হয়তো আরো বেশি পেতো। তাঁর মৃত্যুতে শুধু তার দল নয় পুরা জেলার মধ্যে থেকে একজন দক্ষ রাজনীতিবিদ ও সংগঠক হারা হলো। তিনি যে সংগঠন করেছেন তা দিয়ে তিনি মানুষের কাছে পরিচিত হয়েছেন। তাঁর এই মৃত্যুতে সংগঠনের অপুরনীয় ক্ষতি হলো। এমন ডাবলু মোল্লার জন্ম বারবার হবে না। তার জন্য সকলের কাছে দোয়া চান এই নেতা। জানাযা নামাজ শেষে তার লাশ স্থানীয় চর ধোপাখালী জামে মসজিদ কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। এসময় রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য  ও জেলা জাকের পার্টির কেন্দ্রীয় নেতা মুন্সী আব্দুল লতিফ সহ সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে ১৭ বছর পর প্রকাশ্যে জামায়াতের বিজয় দিবস পালন

রাজবাড়ীতে বৈদেশিক মুদ্রা ও গাঁজাসহ গ্রেপ্তার ২

গোয়ালন্দে মাদক বিরোধী ব‍্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গোয়ালন্দে ভিন্নভাবে বিজয় দিবস উদযাপন করল সানসাইন কলেজিয়েট স্কুল

রাজবাড়ীতে গাঁজাসহ ‍যুবক গ্রেপ্তার

ফরিদপুরে হাজেরা বিবি পৌষ মেলা ১৭ ডিসেম্বর থেকে শুরু

রাজবাড়ীতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা সহ নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত

শেখ হাসিনার পরিবার দূর্নীতিগ্রস্থ, কোনদিন ক্ষমতায় আসতে পারবে নাঃ আসাদুজ্জামান রিপন

ফরিদপুরে বিআরডিবি কর্মচারী ইউনিয়নের কর্মী সমাবেশ

ক্ষমতায় গেলে ইউনিয়ন পর্যায়ে কৃষকদের জন্য শস্যক্রয় কেন্দ্র খোলা হবে -রাজবাড়ীতে শহীদুল ইসলাম

স্কুলের ব্যবহারিক পরীক্ষা উপলক্ষে ২৫০ দুস্হ্য মানুষকে খাবার খাওয়ালো শিক্ষার্থীরা

গোয়ালন্দের উজানচর ইউনিয়ন পরিষদ পরিদর্শনে ইউএনডিপির প্রতিনিধি