স্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ রাজবাড়ীতে মুজিববর্ষ ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দুইদিন ব্যাপি কাবাডি প্রতিযোগীতার উদ্বোধন করা হয়েছে। রাজবাড়ী সদর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আলীপুর উচ্চবিদ্যালয় মাঠে দুই দিন ব্যাপি এ কাবাডি প্রতিযোগীতার উদ্বোধন করেন রাজবাড়ী অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. সালাহউদ্দিন।
বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকেলে কাবাডি প্রতিযোগীতার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার, আলীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শওকত হাসান প্রমূখ।
এ প্রতিযোগীতায় ৬টি দলের অংশগ্রহনে প্রথম দিন আলীপুর ইউনিয়ন ও বানিবহ ইউনিয়ন অংশ গ্রহন করে। প্রতিযোগীতায় আলীপুর ইউনিয়ন ৪২ পয়েন্ট ও বানিবহ ইউনিয়ন ৩০ পয়েন্ট অর্জন করে। খেলায় ১২ পয়েন্ট বেশি পেয়ে প্রথম হয় আলীপুর ইউনিয়ন। শুক্রবার বিকালে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।