module:0facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 5562; AI_Scene: (-1, -1); aec_lux: 181.77399; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;
ইমরান মনিম, রাজবাড়ীঃ জবাড়ীতে তারুণ্যের উৎসব উদযাপনে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা অনুর্দ্ধ-১৭ উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা আড়াইটায় রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে রাজবাড়ী জেলা স্টেডিয়ামে নক আউট পর্বের এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় রাজবাড়ী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিফ-উল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন রাজবাড়ী জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) নাদিয়া জুই, রাজবাড়ী ডিডিএলজি মল্লিকা দে, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারিয়া হক, রাজবাড়ী জেলা ক্রীড়া কর্মকর্তা আমানুল্লাহ আহমেদ, রাজবাড়ী জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মঞ্জুরুল আলম দুলাল প্রমূখ।
জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা অনুর্দ্ধ-১৭ খেলায় পাঁচ উপজেলায় ও তিনটি পৌরসভা বালক বালিকা দল খেলায় অংশ নিবে। ২৪ জানুয়ারী তারিখে ফাইনাল খেলার মধ্য দিয়ে খেলা শেষ হবে। খেলায় পাংশা উপজেলা ও রাজবাড়ী পৌরসভা বালক, বালিকা সহ চারটি দল অংশ নেয়। ঘন্টা ব্যাপী খেলায় রাজবাড়ী পৌরসভা বালিকা দল পাংশা বালিকা দলকে ২-০ গোলে পরাজিত করে। বালক অনুর্দ্ধ-১৭ খেলায় পাংশা উপজেলা রাজবাড়ী পোরসভা বালক দলকে ১-০ গোলে পরাজিত করে বিজয় অর্জন করে।