oplus_0
নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে জনসভা অনুষ্ঠিত হয়। সোমবার বিকেলে পাচুরিয়া মুকুন্দিয়া হাইস্কুল মাঠে আয়োজিত জনসভার সভাপতিত্ব করেন পাচুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।
বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবীব, যুগ্ম আহ্বায়ক আকমল হোসেন, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কে এ সবুর শাহীন, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক এ মজিদ বিশ্বাস, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রইচ উদ্দিন আহমেদ ডিউক, পাচুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান রতন, জেলা যুবদলের সভাপতি খায়রুল আনাম বকুল, জেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক সোনিয়া আক্তার স্মৃতি প্রমূখ।
সভায় আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম বলেন, আমাদের ভালো মন, আমরা রাষ্ট্রকে মেরামত করতে চাই, সমাজকে মেরামত করতে চাই। রাজনৈতিক পরিবেশ ঠিক করতে চাই। আমাদের এই ভালো মনকে দুর্বলতা মনে করো না ভাই। কি করতে পারি আমরা তুমি ভাবতেও পারেনা। আমরা কোন পরিবেশ নষ্ট করতে চাইনা। আমরা মনে করি এটা আমাদের রাজনৈতিক, নৈতিক দায়িত্ব। যদি মনে করো কেউ আমার দলের লোকের সাথে ঝামেলা করবা, আমার কিন্তু শায়েস্তা করতে এক মিনিটও লাগবে না। কিন্তু আমরা তা করবো না।
তিনি আরো বলেন, আওয়ামী লীগের ছেলেরা তোমরা মায়ের কোলে ঘুমিয়ে থাকো। ১৭ বছর অনেক ক্ষতি করেছ, নতুন করে করো না। তাহলে কিন্তু ভয়ঙ্কর পরিণতি ভোগ করতে হবে। আওয়ামী লীগের অনেকে জেল থেকে জামিনে বের হয়েছে। আমরা কিছুই বলেনি। কারণ এটা আদালতের ব্যাপার। কিন্তু আমাদের লোকদের ধরে জেল খাটিয়েছো। জেল থেকে জামিন পেলে জেল গেট থেকেই আবার পেন্ডিং মামলায় ধরে জেলে পাঠিয়েছো। আমি যদি মনে করি ইশারা দিলেই পেন্ডিং মামলা দিয়ে জেলে পাঠাতে পারি। কিন্তু আমরা এই কথা কখনোই ভাবি না।